কাফা কাপের তৃতীয়স্থান নির্ধারক ম্যাচে ওমানের বিরুদ্ধে জিতল ভারত। নির্ধারিত সময়ে এমনকি অতিরিক্ত সময়ে খেলার ফল ছিল ১-১। শেষ পর্যন্ত টাইবেকারই ৩-২ গোলে ভারত জিতল। এই টুর্নামেন্ট ছিল কোচ খালিদ জামিলের প্রথম চ্যালেঞ্জ। তাজিকিস্তানের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করে ভারত। এরপর শক্তিশালী ইরানের বিরুদ্ধে ৩ গোলে হারে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে তৃতীয় স্থানাধিকারী ম্যাচ খেলার সুযোগ পায় ভারত।

ফিফা ক্রম তালিকায় ভারতের থেকে অনেক এগিয়ে ওমান। ফলে ধারে ভারে ভারতের থেকে এগিয়ে ছিল ওমান। ফলে প্রতিপক্ষকে মেপে নিয়েই আক্রমণে উঠতে চেয়েছিল ভারত।

মূলত রক্ষাণাত্বক ছন্দেই খেলতে শুরু করে ভারত। ম্যাচের প্রথম থেকেই ওমানের আক্রমণের ধার ছিল বেশি।প্রথম ১৫ মিনিট সেভাবে আক্রমণের সুযোগ পায়নি ভারত। ২৭ মিনিটে রাহুল ভেকের ভুলে ওমানের কাছে সুযোগ চলে এসেছিল, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ওমানের আল রাহাই। প্রথম ৪৫ মিনিট শেষে কোনও দলই গোল করতে পারেনি। ৫৫ মিনিটে গোল করে ওমান। ইয়ামাদি গোল করে ওমানকে এগিয়ে দিলেন। গোল খেয়ে আক্রমণের ধার বাড়াতে মনবীর, রোশনকে নামান খালিদ। ৮০ মিনিটে ভারতকে সমতায় ফেরালেন উদান্ত সিং ।৯০ মিনিট শেষে খেলার ফল ১-১। ফলে খেলায় গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল থাকে ১-১। টাইবেকারে প্রথম দুটি শর্ট মিস করে ওমান। ভারত ৩-২ গোলে জেতে।

ভারতের সিনিয়র জাতীয় পুরুষ ফুটবল দল অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে সিঙ্গাপুরের বিরুদ্ধে দুইটি ম্যাচ খেলবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে, ৯ অক্টোবর। এরপর দল গোয়ায় যাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় লেগ খেলতে। কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে রয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর হংকংয়ের কাছে ০-১ গোলে হেরেছে। খালিদের কোচিং কিন্তু ভারতীয় ফুটবলকে স্বপ্ন দেখাচ্ছে।

আরও পড়ুন- তিস্তার ক্রমবদলানো গতিপথ-ভাঙনে বিপদ! সমীক্ষায় নামছে রাজ্য
