কয়েক দিন আগেই বিসিসিআইয়ের(BCCI) ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু সোমবার মধ্যরাতেই হাসপাতালে ছুটলেন ভারতের ওডিআই (ODI) অধিনায়ক! অসুস্থ হয়েই হাসপাতালে গেলেন হিটম্যান?
সোমবার মধ্যরাতে দেখা যায় মু্ম্বইয়ের (Mumbai) কোকিলাবেন হাসপাতালে ঢুকছেন রোহিত। তাঁর পরনে ছিল সাদা টি-শার্ট ও কালো ট্র্যাক প্যান্ট। সাদা রঙের টুপিও পরেছিলেন রোহিত। গাড়ি থেকে নেমে তিনি যখন হাসপাতালে ঢুকছিলেন তখন কয়েক জন তাঁর ছবি তুলতে গেলে বিরক্ত হন রোহিত।

রোহিত কেন হাসপাতালে গিয়েছিলেন তা তিনি জানাননি। হাসপাতালের তরফেও কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে রোহিতের কোনও আত্মীয় হাসপাতালে ভর্তি আছেন তাঁকে দেখতেই এসেছিলেন। তাঁর কোনও শারীরিক সমস্যা হয়নি।

২০২৪ সালেই টি২০ আন্তজার্তিক থেকে অবসর নিয়েছিলেন, এরপর চলতি বছরে টেস্ট ক্রিকেট অবসর নিয়েছেন। আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন রোহিত। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। ফলে ওজন বেড়ে গিয়েছিল রোহিতের। কিন্তু তিনি যে এখনও খুবই ফিট। তা প্রমাণ করে দিয়েছেন।

কয়েক দিন আগে রোহিত গিয়েছিলেন বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে তাঁকে ফিটনেস টেস্ট দিতে হয়েছে। জানা গিয়েছে, তাতে পাশ করেছেন ভারতের এক দিনের অধিনায়ক।

আরও পড়ুন :শক্তিশালী ওমানের বিরুদ্ধে জয়, স্বপ্ন দেখাচ্ছেন খালিদ

ওজন বৃদ্ধি নিয়ে রীতিমতো ট্রোল হতে হয়েছিল টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। তাই অনেকেই সন্দিহান ছিলেন, হিটম্যানের ফিটনেস নিয়ে। কিন্তু সেই রোহিত নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। আপাতত অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ খেলতে যাবে ভারতীয় দল। সেটাই মনে করা হচ্ছে রোহিতের শেষ সফর।

–

–

–
–


