বাংলাদেশের পথে রাজনৈতিক পালাবদল করতে গিয়ে নেপালে অরাজক পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার। যার সুযোগ নেয় দুষ্কৃতীরাও। গোটা দেশে একের পর এক জেল খুলে বের করে দেওয়া হয় জেলবন্দিদের (jail inmates)। অন্তত ৭ হাজার বন্দির পালানোর দাবি করেছে নেপাল সেনাবাহিনী। ভারতের সীমান্ত পেরিয়ে আসা জেল পালানো (jail break) বন্দিদের গ্রেফতার করা হল। সেই সঙ্গে কাঠমাণ্ডু (Kathmandu) শহরেও ধরা পড়ল একদল বন্দি।

নেপালের কাঠমাণ্ডু শহরের দিল্লিবাজারসহ (Dillibajar jail) একাধিক জেল ভাঙার ঘটনা ঘটে মঙ্গলবার। সেই পথেই বের করে আনা হয় আরএসপির (RSP) চেয়ারপার্সন রবি লমিছানেকে। এরপর থেকেই ভারতের সীমান্তে সতর্ক পদক্ষেপ নেয় সীমা সুরক্ষা বল। বুধবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) ভারত-নেপাল সীমান্তে সিদ্ধার্থনগর জেলা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে জেল পালানো পাঁচ বন্দি। তাদের গ্রেফতার করে এসএসবি।

আরও পড়ুন: শুধু কমিউনিস্টরাই সৎ: দুর্নীতি নিয়ে বড়াই করা বামেরাই ‘কাঠগড়ায়’ নেপালে

ভারতে গ্রেফতার হওয়া জেল পালানো বন্দিদের তুলে দেওয়া হয় নেপাল প্রশাসনের হাতে। অন্যদিকে একটা বড় সংখ্যায় বন্দি দিল্লিবাজার জেল ভেঙে পালিয়েছিল। বুধবার কাঠমাণ্ডু শহরে নেপাল সেনাবাহিনী তাদের ধরে। সেইসময়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সেই জেল পালানো দুষ্কৃতীরা।

–

–

–

–

–

–