সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

Date:

Share post:

কলকাতা লিগে সুপার সিক্সের (CFL Super Six) লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টস  ক্লাবকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল ( East Bengal)। বৃহস্পতিবার মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলল লাল হলুদ। সবুজ গালিচায় মসৃণ জয় লাল হলুদের।

এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না  দেবজিত মজুমদার, সৌভিক চক্রবর্তী, রাহুল ভিপি। অন্যদিকে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনে ছিলেন ডেভিড এবং অমন সিকে। ২৯ মিনিটে ইউনাইটেড সুযোগ পায়। লাল-হলুদ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।  প্রথমার্ধ শেষ হওয়ার আগে আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বিনো জর্জের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চমক ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দেন বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই মরশুমে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেললো ইস্টবেঙ্গল। কিন্তু দর্শক সেই ভাবে মাঠে আসেনি।

অন্য  ম্যাচে ডায়মন্ডহারবার এফ সি ( DHFC) ৪-০ গোলে হারাল সুরুচি সংঘকে।১৬ মিনিটে ডায়মন্ড হারবারকে  এগিয়ে দেন শৈবোরলাং খার্পন। ৩৭ এবং ৪০ মিনিটে আরও দু’টি গোল করেন আকিব নবাব। ৭০ মিনিটে অমরনাথ গোল করে সুরুচির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। গতবারের কলকাতা লিগে প্রথম স্থানের জন্য লড়াই ছিল মূলত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে।

আরও পড়ুন: বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

অন্যদিকে, চিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। গ্রুপ বি-তে লাল হলুদের প্রতিপক্ষ চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা ১৭-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

এদিকে ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি গিয়েছে ফ্লাড লাইটের একাংশ। ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন,  রাস্তার দিকে ফ্লাড লাইটের একা্ংশ চুরি হয়েছে প্রায় ১০-১২ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।

 

 

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...