বোর্ডের সভায় সিএবির প্রতিনিধি সৌরভ, অপেক্ষা করছে বড় চমক

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট বোর্ডে (BCCI) মহারাজের কামব্যাক! আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। ৯৪তম এজিএমে (AGM)   সিএবির প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার রাতেই বোর্ডের কাছে সিএবির প্রতিনিধি হিসাবে সৌরভের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।সিএবি-তে অ্যাপেক্স কাউন্সিলের এমার্জেন্ট মিটিং ডেকে সৌরভের নাম চূড়ান্ত করা হয়ে গিয়েছে।

আগামী ২২শে সেপ্টেম্বর বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে সিএবির বার্ষিক সাধারণ সভা হবে। সেখানেই দ্বিতীয়বারের জন্য সৌরভের সিএবি সভাপতি হওয়া সময়ের অপেক্ষা। আগামী রবিবারই সিএবিতে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ। ১৬ তারিখ পর্যন্ত মনোনয়ন তোলার শেষ দিন। ১৮ তারিখ হবে মনোনয়নগুলি স্কুটিনি। ১৪ই সেপ্টেম্বর যদি সৌরভ ছাড়া আর অন্য কেউ মনোনয়ন জমা না দেন তাহলে স্পষ্ট হয়ে যাবেন তিনি হতে চলেছেন সভাপতি।

কিন্তু আরও বড় চমক  অপেক্ষা করছে,   ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।তবে ২০২২ সালে তাঁর স্থলাভিসিক্ত হন রজার বিনি।  কিন্ত এবারও বিসিসিআইয়ের ভোটাভুটি হচ্ছে লোধা কমিশনের নিয়ম মেনে। ফলে রজার বিনি বয়স জনিত কারণে সভাপতি হতে পারবে না।  বর্তমানে অন্তবর্তীকালীন রাজীব শুল্কাকে ২০২৬ সালে কুলিং অফে যেতে হবে। ফলে তিনি সভাপতি হলে ১ বছরের বেশি থাকতে পারবেন না।

এই পরিস্থিতিতে নতুন সভাপতি বাছাই হতে পারে আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে। সচিন তেন্ডুলকরের নাম ভাসলেও তিনি হবেন না সভাপতি। আজই বোর্ডে এজিএমে প্রতিনিধিদের নাম পাঠানোর শেষ দিন। ফলে নামগুলি চূড়ান্ত হলেই বোঝা যাবে কে হতে পারেন সভাপতি।

আরও পড়ুন :অযোগ্যদের কোনও সুযোগ নয়: স্পষ্ট করল শীর্ষ আদালত, প্রশ্ন টাকা ফেরতের প্রক্রিয়া নিয়েও

নতুন প্রেসিডেন্ট কে হবেন, সচিব থেকে শুরু করে কোষাধ্যক্ষ, অন্যান্য পদে কারা থাকবেন, সব কিছুই নির্ধারিত হবে ২৮ সেপ্টেম্বরের সভায়।  ফলে সৌরভ ফের একবার বিসিসিআই সভাপতি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

spot_img

Related articles

বাংলা বিরোধিতা! অমিত শাহের মন্ত্রকের নিয়োগ পরীক্ষা দুর্গাপুজোর সপ্তমী-নবমীতে

জয়িতা মৌলিক লোক দেখানো দরদ। বাংলায় সভা করতে এলে মঞ্চের পিছনে দুর্গা-কালীর ছবি, মুখে জয় মা দুর্গা, জয় মা...

মোদি-সফরের পাঁচদিনেই অশান্ত মনিপুর: সেনা কনভয়ে হামলায় নিহত ২ জওয়ান

মনিপুরে কত শান্তি – প্রতিষ্ঠা করতে তৎপর ছিল বিজেপি। চূড়াচাঁদপুরে সভা করা, সেখানে গাড়িতে যাওয়ার মাধ্যেমে নরেন্দ্র মোদি...

উৎসবে মরশুমে দার্জিলিং-এ নতুন হেরিটেজ! আসছে ১৩০ বছর পুরোনো ইঞ্জিন

বাঙালির ছুটি মানেই দার্জিলিং। এবার পুজোয় আবহাওয়া যেরকম পূর্বাভাস শোনাচ্ছে তাতে আরও বেশি করে দার্জিলিং-মুখি বাঙালি। সেই সঙ্গে...

বিজেপির অর্থ-নীতিতে বড় ধাক্কা! জাপানি সংস্থার হাতে গেল ইয়েস ব্যাঙ্ক

ঘটা করে দেশের শিল্পপতিদের বাঁচাতে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ককে জুড়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা যে ব্যর্থ তা...