রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়া নিয়ম। সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে রাজ্য সরকারি কর্মীদের। আবাসন দফতর ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। স্পষ্ট বলা হয়েছে, অফলাইনে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

সরকারি কর্মীরা এখন থেকে rhe.gov.wb.in সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে, অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হতো। কিন্তু এবার থেকে এই ব্যবস্থার বদল ঘটছে।

কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি কর্মীদের জন্য কোয়ার্টার রয়েছে। তুলনামূলক কম ভাড়ায় এখানে থাকার সুযোগ মেলে। তবে কোয়ার্টার পাওয়া গেলে আর এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স দাবি করা যায় না।

আরও পড়ুন: পুজোর পরেই রাজ্যে SIR! আগেই আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার

এদিকে সরকারি কর্মীদের ভ্রমণ ভাতা ব্যবহারের ক্ষেত্রে রাজ্য সরকার নতুন সুবিধা দিয়েছে। অর্থ দফতরের পক্ষ জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিভ ট্রাভেল কনসেশন (এলটিসি) এবং হোম ট্রাভেল কনসেশন (এইচটিসি) নেওয়ার ক্ষেত্রে সময়সীমা বাড়ানো হয়েছে।

–

–

–

–

–