Sunday, November 16, 2025

এসএসসি মামলায় চার্জগঠন আদালতে: ‘অসহায়’, ‘প্রতিহিংসার রাজনীতি’র দাবি পার্থর

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রতিহিংসা রাজনীতি করছে। তাই ভার্চুয়াল শুনানিতে নিজের সপক্ষে সরব হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একদিকে নিজেকে ‘অসহায়’ বলে দাবি করলেন। অন্যদিকে দাবি করেন, তাঁর সামাজিক সম্মান বাঁচানো আদালতের কর্তব্য। তবে এদিন আলিপুর বিশেষ আদালতে এসএসসি গ্রুপ-সি (SSC Group-C) সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ‌্যায়-সহ (Partha Chatterjee) ২৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হয়।

শুক্রবারও আলিপুরে বিশেষ সিবিআই আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। ভার্চুয়াল পদ্ধতিতে হাসপাতাল থেকে কালো চশমা পরে কেন্দ্রীয় এজেন্সির দিকে আঙুল তুলে পার্থ বলেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাঁকে রেহাই দেওয়া হোক। নিজেকে বাঁচাতে আদালতে পার্থ বলেন, আমি ডক্টরেট। আমি এখানে সবাইকে শিখিয়ে দিতে পারি। এভাবে চললে আগামী দিনে বিচারব্যবস্থার উপর ভরসা থাকবে না। আমায় মামলা থেকে ডিসচার্জ ও মুক্ত করুন। করজোড়ে বলছি, আমায় রেহাই দিন।

বিচারক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ‘রিশাফল’ করার অভিযোগ রয়েছে। পার্থর আইনজীবীর দাবি, যাঁকে তিনি সরিয়েছিলেন, তিনি নিজেও মামলার অভিযুক্ত। সরকারি আইনজীবী দাবি করেন, তদন্তে একজনের সঙ্গে অন‌্যজনের যোগসূত্র মিলেছে। ষড়যন্ত্রের যথেষ্ট প্রমাণ রয়েছে। এদিন ভার্চুয়াল পদ্ধতিতে জেল থেকে শান্তিপ্রসাদ, কল‌্যাণময়, সুবীরেশ-সহ ৬ জন অভিযুক্ত দাবি করেন, তাঁরা নির্দোষ। পার্থ চট্টোপাধ‌্যায়  নিজেকে নির্দোষ বলে দাবি করলেও অনেক কিছু বলতে চান। বিচারক পার্থকে প্রশ্ন করেন, আপনি দোষী না নির্দোষ বলুন। এত কথা বলা যায় না।

আর সেখানেই পার্থ দাবি করেন, তিনি নির্দোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি প্রতিহিংসা নিতে রাজ্যে নেমেছে। এঁরা চার জন আগেই ছিলেন। শান্তিপ্রসাদকে যোগেশচন্দ্র কলেজ থেকে আমরা গ্রহণ করেছিলাম, এসএসসি গ্রহণ করেছিল। কোনও অভিযোগ থাকলে এসএসসি বিদায় দিত। আর আমি শপথ নিয়ে মন্ত্রী হয়েছি। সংস্কৃতিগত ভাবে আমার সম্মান আছে। সামাজিক সম্মান আছে। আমাকে বাঁচানোর দায়িত্ব আদালতের। শুধু এই ভাবে দোষী সাব্যস্ত হব, তা হতে পারে না।

আরও পড়ুন: নজিরবিহীন আচরণ অভয়ার মায়ের: সিবিআই আধিকারিককেই বললেন ‘কালপ্রিট’!

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে বিচারক পর্যবেক্ষণ, সাক্ষী হবে, তখন বলবেন। কিন্তু তাতে দমে না গিয়ে পার্থ বলেন, সাক্ষীর দরকার নেই। আমাকে বলতে দিন। সাড়ে তিন বছর ধরে বন্দি। আমি মন্ত্রী, অন‌্যরা কর্মচারী ছিলেন। তাঁরা চাকুরে চাটুকারি সংস্থায় যাঁরা কাজ করেন। বোর্ডের নির্দেশে পুরোটাই পরিচালিত হয়। এসএসএসি-র এক জন লোকও স্থায়ী চাকুরে নন। যে মহিলার নাম তোলা হয়েছে, তিনি অস্থায়ী হয়েও ডব্লিউবিসিএস-এর থেকে বেশি মাইনে নিয়েছেন। কিচ্ছু করতে পারিনি। ৫২টি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল— কত তৈরি করেছি। শুক্রবার গ্রুপ-সি মামলা চার্জ গঠনের পরে সোমবার নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন হতে পারে। সেদিনও পার্থ চট্টোপাধ‌্যায়কে হাজিরা দিতে নির্দেশ দেন বিচারক।

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...