নেপালের প্রধানমন্ত্রীর আসনে সুশীলা কার্কি: আন্দোলনে মৃতদের শহিদ ঘোষণা

Date:

Share post:

নেপালের ইতিহাসে প্রথমবার কোনও মহিলা প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রবিবার সেই সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন। দায়িত্ব নিয়েই নিজের ও এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব স্পষ্ট করে দিলেন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী। জানিয়ে দিলেন ছয় মাসের মধ্যে নতুন সরকার নির্বাচনই তাঁর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য। সেই সঙ্গে নেপালের জেন জি-কে (Gen Z) গুরুত্ব দিয়েই যে সরকার গঠিত হবে তা স্পষ্ট করতে গিয়েই আন্দোলনে মৃতদের শহিদ ঘোষণার কথা জানালেন নতুন প্রধানমন্ত্রী (Prime Minister)।

শুক্রবার নেপালের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর রবিবার প্রধানমন্ত্রীর আসনে বসেন সুশীলা কার্কি (Sushila Karki)। শনিবারই ঘোষণা করা হয় ২০২৬ সালের ৫ মার্চ নেপালে স্থায়ী প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে নির্বাচন হবে। রবিবার প্রধানমন্ত্রী হিসাবে কাজ শুরু করতে গিয়ে সেই কথাই স্মরণ করালেন সুশীলা। তিনি স্পষ্ট করে দেন, তিনি ও তাঁর সঙ্গীরা ক্ষমতা পরীক্ষা করতে আসেননি। তাঁরা এই পদে ৬ মাসের জন্য রয়েছেন। আমরা নতুন সংসদের হাতে ক্ষমতা তুলে দেব।

নেপালে ২৭ ঘণ্টা টানা কোনও আন্দোলন এর আগে হয়নি বলেই দাবি নতুন প্রধানমন্ত্রীর। ৮ সেপ্টেম্বর থেকে টানা সেই আন্দোলন চলেছিল। সেই সঙ্গে তিনি জানান, আন্দোলনের পিছনে বিভিন্ন ভাঙচুরে যারা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে তদন্ত হবে। আন্দোলনকারীরা অরাজকতা নয়, দেশের অর্থনৈতিক সাম্য ও দুর্নীতির অবসান চেয়েছিলেন।

আরও পড়ুন: ৬ বার মৃত্যুর পরও ফিরে এসেছেন! বিশ্বাস না হলেও সত্যি

রবিবারই গঠিত হতে পারে নেপালের অন্তর্বর্তী মন্ত্রিসভা। সেই সঙ্গে আন্দোলন করতে গিয়ে যে ছাত্র-যুব যারা নিহত হয়েছেন, তাঁদের শহিদ (martyr) সম্মান দেওয়ার বার্তা দেন। শহিদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা সরকারির সাহায্যেরও ঘোষণা করেন তিনি।

spot_img

Related articles

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের...

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড।...

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...