উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ, বিহার ও সংলগ্ন ঝাড়খন্ড তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যদিও এর সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিবর্তনের সরাসরি যোগ না থাকলেও, রবিবারের সকাল থেকে বৃষ্টি ভেজা উত্তরবঙ্গে (North Bengal weather) দুর্যোগের চিহ্ন স্পষ্ট। রবিবার দিনভর বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা।অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির মাঝেও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাচ্ছে দক্ষিণবঙ্গকে।


রবিবাসরীয় সকালে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। বেলা গড়াতেই রোদের মাঝে মেঘের দেখা মিলেছে। হাওয়া অফিসের (Alipore Weather Department) পূর্বাভাস মতোই দুপুরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বেড়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। সোম-মঙ্গলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি বাড়বে।

–

–

–

–

–

–

–

–
–


