রবিবারই সিএবি সভাপতির পদ নিশ্চিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার আবারও চমক দিতে চলেছেন মহারাজ। পুজোর আগেই পথ চলা শুরু করছে সৌরভের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সৌরাগ্য।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক নিজের জামাকাপড়ের এক্সক্লুসিভ ব্র্যান্ড লঞ্চ করতে চলেছেন সোমবার বিকেলে। ১৫ সেপ্টেম্বর কলকাতার বুকে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়েই সৌরভের নতুন সংস্থা পথ চলা শুরু করছে। জানা গিয়েছে অনুষ্ঠানে রাম্প ওয়াকে প্রথমবার হাঁটবেন সৌরভ।

সৌরভের নামের সঙ্গে মিলিয়েই নতুন ব্র্যান্ডিংয়ের নামকরণ করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের ব্র্যান্ডিং-এর মাধ্যমে বাজারে নিয়ে আসছে জামা, প্যান্ট, টি-শার্ট পাঞ্জাবি-সহ নানা পোশাক। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই পোশাক পাওয়া যাবে সৌরাগ্যতে। তবে সৌরভের এই ব্র্যান্ড অনলাইনে একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে।

আরও পড়ুন :ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়লেন কারা? দেখুন স্কোরশিট

এর আগে সঞ্চালনা করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার দাদাগিরির আরও এক দিগন্ত উন্মোচন হতে চলেছে। খেলা ছাড়ার পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। এখনও বাংলার বুকে তিনিই সেরা বিজ্ঞাপণের মুখ। পুজোর আগেই নতুন চমকে আবারও মাতিয়ে দিতে তৈরি মহারাজ।

–

–

–

–

–