তন্ত্রসাধনায় নরবলি ঘটনায় ফাঁসির সাজা বাতিল করে বেকসুর খালাস হাইকোর্টের

Date:

Share post:

তন্ত্রসাধনায় নরবলির (human-sacrifice) অভিযোগে ফাঁসির সাজাপ্রাপ্ত দুই অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালত সূত্রে খবর, প্রায় সাত বছর আগে হুগলির (Hoogli) খানাকুলে (Khanakul) এক দম্পতির বিরুদ্ধে এক নাবালিকাকে বলি দেওয়া এবং ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মূল অভিযুক্ত সাগরিকা পণ্ডিতকে (Sagarika Pandit) ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। নাবালিকার দিদাকেও যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত। তবে এবার এই দুই অভিযুক্তের সাজা মকুব করে বেকসুর খালাসের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

২০১৮ সালে এই শিশুর দিদিমার বিরুদ্ধে খানাকুলে তন্ত্রসাধনার জন্য নাতনিকে তান্ত্রিকের হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে। এর কিছুদিন পর এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে ওই শিশুর পচাগলা দেহ উদ্ধার হয়। তান্ত্রিক মুরারি পণ্ডিতের বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পরে খুন করার অভিযোগ আনা হয়। স্ত্রী সাগরিকার উপরেও অভিযোগ আনা হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই মুরারি, সাগরিকা ও নাবালিকার দিদিমাকে পুলিশ গ্রেফতার করে। বিচার চলাকালীন মূল অভিযুক্ত মুরারির মৃত্যু হয়। বাকি দু’জনের মধ্যে তান্ত্রিকের স্ত্রীকে ফাঁসির সাজা দেয় আরামবাগ আদালত। মৃতের দিদিমাকে যাবজ্জীবন কারাবাসের সাজা দেওয়া হয়।

সাগরিকার আইনজীবী নীলাদ্রিশেখর ঘোষ এই ঘটনা প্রসঙ্গে জানান প্রথমত ধর্ষণের অভিযোগ মহিলার বিরুদ্ধে আনা যায় না আর তন্ত্রসাধনার জন্য নরবলি হয় নারী নয়। বলির নিয়ম অনুযায়ী পবিত্র জিনিসেরই বলি হয়। তাই বলির আগে ধর্ষণের তত্ত্ব খাটেনা। এছাড়া দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে। যদিও তল্লাশি চালিয়ে অভিযুক্তর বাড়ি থেকে বাচ্চাদের চটি উদ্ধার করে পুলিশ। কিন্তু সেই চটি যে ওই নাবালিকার, সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায় নি। এরপরেই আদালত দুজনকে বেকসুর খালাস করে। তবে প্রকৃত খুনি কে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আইনের পথ যদিও এখনও খোলা। এই ঘটনার পুনরায় তদন্ত শুরু করতে পারেন মৃতের বাবা। আরও পড়ুন : ভয়াবহ দুর্ঘটনা মা উড়ালপুলে! নিয়ন্ত্রণ দুমড়ে-মুচড়ে গেল পরপর চারটি গাড়ি

spot_img

Related articles

আজ নাগরাকাটায় মুখ্যমন্ত্রী: যাবেন পার্শ্ববর্তী বিপর্যস্ত এলাকাতেও

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি বুঝে নিতে দ্বিতীয়বার উত্তরের তিন জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তাঁর উত্তরবঙ্গে...

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...