মঙ্গলের সকালে দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর রেলস্টেশনের (Santoshpur Rail Station) এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি প্রথম স্থানীয়দের নজরে আসে। ফুট ওভার ব্রিজের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দমকলের চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসে নি। হতাহতের কোনও খবর নেই।

অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণে (Sealdah South Division) বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ। যদিও মাঝেরহাট পর্যন্ত আপ ও ডাউন লাইনে আপাতত ট্রেন চলছে। স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা নাগাদ ১ নং প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সন্তোষপুর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বেশিরভাগ দোকানগুলি জামাকাপড়, চা ও নানা ছোটখাটো সামগ্রীর এবং সেসব ত্রিপল দিয়ে তৈরি। পুজোর মুখে এত বড় দুর্ঘটনায় দিশেহারা ব্যবসায়ীরা। শর্টসার্কিট থেকে আগুন বলে অনুমান করা হচ্ছে।

–

–

–

–

–

–

–
–
–