এশিয়া কাপে (Asia Cup) স্পনসরহীনভাবে খেলছে ভারত। টিম ইন্ডিয়ার (Team India) নতুন স্পনসর (Sponcor) কে হবেন? তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইতিমধ্যেই টেন্ডার জমা দেওয়ার দিন শেষ হয়েছে। দেশীয় এবং বিদেশি সংস্থা ভারতীয় দলের স্পনসর হওয়ার দৌড়ে আছে। তবে মঙ্গলবার বেলাশেষের খবর স্পনসরের নাম প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে শুধু সরকারি ঘোষণাটুকু বাকি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল। এর পাশাপাশি তালিকায় আছে বিরলা অপ্টাস পেন্টস স্পনসর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেও নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। তবে একটি স্পনসরের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে।

একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আগের স্পনসর ‘ড্রিম ১১’ প্রতি ম্যাচ পিছু ৪ কোটি টাকা দিত বিসিসিআইকে। জানা গিয়েছে, ‘অ্যাপোলো টায়ার্স’ প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকবে এই সংস্থার সঙ্গে। কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে তা অবশ্য এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ফাইনালে উঠলেও বজায় থাকবে ‘বয়কট নীতি’!পাকিস্তানকে জবাব রণকৌশল তৈরি ভারতের

২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়। কারা দরপত্র পাঠাবে, তার একটা নির্দেশিকাও তৈরি করা ছিল। অনলাইন গেমিং, জুয়া বা ওই ধরনের কাজকর্মের সঙ্গে কোনও সংস্থা দরপত্র পাঠাতে পারবে না। ফলে অনেক সাবধানী নীতি নিয়েছে বিসিসিআই। মহিলা বিশ্বকাপ থেকেই নতুন স্পনসরের নাম ভারতীয় দলের জার্সিতে থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

–

–

–

–

–
–