আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা (Buxa) পাহাড়ে উৎপাদিত উৎকৃষ্ট মানের আদা, এলাচ ও মিষ্টি আলু এবার পৌঁছতে চলেছে সমতলে। রাজ্যের কৃষি বিপণন দফতর পরিবহনের রূপরেখা তৈরি করতে চলেছে। লক্ষ্য—এই পণ্যকে বড় বাজারে পৌঁছে দিয়ে কৃষকদের আয় বাড়ানো। কৃষি বিপণন দফতরের মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) সম্প্রতি স্থানীয় কৃষকদের সঙ্গে বৈঠক করেন। ওই অঞ্চলের মাঠে গিয়ে চাষীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথাও শোনেন। মন্ত্রী জানান, বক্সা পাহাড় ও আশপাশের প্রায় ১৪টি গ্রামে আদা, এলাচ ও মিষ্টি আলুর চাষ হয়। এখানকার ফসল সমতলের তুলনায় অনেক ভাল মানের এবং বেশি দামে বিক্রি হয়। কিন্তু প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফসল সমতলে নামানোই সবচেয়ে বড় বাধা। তিনি বলেন, “যদি পরিবহনের ব্যবস্থা হয়, তাহলে পণ্য বাজারজাতকরণ সহজ হবে। কৃষকদের জীবিকায় বড় পরিবর্তন আসবে।” আরও পড়ুন: সুখবর: আরও সস্তা মাদার ডেয়ারির দুধ! কমছে আইসক্রিম-পনিরের দামও

সূত্রের খবর, কৃষি বিপণন, কৃষি ও উদ্যানপালন দফতরের যৌথ বৈঠকে পরিবহন ও বিপণন সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। তবে সমতলে নামার পথ বক্সা টাইগার রিজার্ভের (Buxa Tiger Reserve) মূল অংশের মধ্য দিয়ে যায়। সেক্ষেত্রে বন দফতরের অনুমতি ও চলাচলের নিয়ম মেনেই পরিবহন পরিকল্পনা তৈরি করতে হবে। কর্তাদের মতে, এই ফসল বাজারে সঠিক সময়ে পৌঁছলে ভালো দাম মিলবে। আদা, মিষ্টি আলু ও স্কোয়াশের মতো ফসল সমতলে চাষ হলেও বক্সা পাহাড়ের ফলন মান ও স্বাদে একেবারেই আলাদা। তাই এদের আলাদা ব্র্যান্ডিং করে বাজারজাত করলে কৃষকরা সরাসরি লাভবান হবেন।সব মিলিয়ে, রাজ্য সরকারের এই উদ্যোগ সফল হলে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলির অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছে প্রশাসন।

–

–

–

–

–

–

–

