Wednesday, December 17, 2025

মানুষকে কামড়ালেই কারাদণ্ড কুকুরের! যোগীরাজ্যে নতুন নিয়ম চালু

Date:

Share post:

পথকুকুরের দৌরাত্ম নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ আর তার ফলেই কোর্ট পর্যন্ত গড়ায় জল। এবার যোগীরাজ্যে এল নতুন নিয়ম। মানুষকে কামড়ালেই কুকুরকে ‘শাস্তি’ পেতে হবে। প্রথমবার কাউকে কামড়ালে হবে ‘১০ দিনের কারাবাস’ হবে। সেই কুকুর যদি দ্বিতীয়বার কাউকে কামড়ায় তাহলে সারা জীবন তাকে ‘বন্দি’ হয়ে থাকার ব্যবস্থা করা হবে। যোগী আদিত্যনাথের সরকার সিদ্ধান্ত নিয়েছে বিনা প্ররোচনায় কোনও পথকুকুর যদি দু’বার মানুষকে কামড়ায় তবে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে সেই কুকুরের।

কিছুদিন আগেই পথকুকুর নিয়ে দিল্লির সরকারকে রাস্তা থেকে সমস্ত কুকুর নিয়ে আশ্রয়কেন্দ্রে রাখার নির্দেশ দেয় দেশের সুপ্রিম কোর্ট। এই নিয়ে জলঘোলাও হয়। এর মধ্যে পথকুকুর নিয়ে আতঙ্ক দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশের সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ‘বিনা প্ররোচনায়’ কোনও কুকুর যদি মানুষকে কামড়ায় ১০ দিন ওই কুকুরটিকে কোনও পশুকেন্দ্রে আটকে রাখা হবে। সেই কুকুর ছাড়া পাওয়ার পর দ্বিতীয়বার কামড়ালে তাকে ‘আজীবন বন্দি’ হয়ে থাকতে হবে। তবে আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ সম্পর্কে কোন কথাই উল্লেখ করা হয় নি। কিন্তু প্রশ্ন হচ্ছে প্ররোচনা দেওয়া হয়েছে কিনা সেই সিদ্ধান্ত কে নেবে? প্রমান কীভাবে হবে? কোন পথককুর ‘বিনা প্ররোচনায়’ কাউকে কামড়েছে, সেটা জানা যাবে কীভাবে?

উত্তরপ্রদেশের পঞ্চায়েত এবং পুরসভা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অমৃত অভিজাত একটি নির্দেশ জারি করেছেন। বলা হয়েছে কোনও বাসিন্দা জলাতঙ্ক প্রতিরোধক টিকা নিয়েছেন কিন্তু তাঁকে কুকুরে কামড়েছে, এমন ঘটনার তদন্ত করা হবে। ওই কুকুরকে নিয়ে যাওয়া হবে আশ্রয়কেন্দ্রে। কিন্তু ‘যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত’ কুকুরকে কেউ যদি পোষ্য হিসেবে নিতে চান সেই ক্ষেত্রে আবেদনকারীকে তাঁর ব্যক্তিগত তথ্য দিতে হবে।

 

spot_img

Related articles

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে: দলীয় সাংসদের বৈঠকে কড়া নির্দেশ লোকসভার দলনেতা অভিষেকের

দলীয় শৃঙ্খলা মেনে চলতেই হবে সবাইকে। বুধবার, দিল্লিতে দলীয় সাংসদের সঙ্গে বৈঠকে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...