কারোর জ্বর, কারোর সর্দি কাশি কমছে না, কেউ আবার প্রবল শ্বাসকষ্টে ভুগছে- একরত্তিদের এই উপসর্গ ঘিরে শিশু হাসপাতালে বাড়ছে ভিড়। চিন্তায় চিকিৎসক মহল। উৎসবের মরশুমে দাপট শুরু আর এস ভাইরাসের (RS Virus), কাবু এক বছরের কম বয়সী সদ্যজাতরা!

শিশু বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিক পর্যায়ে বাড়িতে রেখেই চিকিৎসা সম্ভব। জ্বর-সর্দি-কাশি যদি অনেকটা সময় ধরে টানা চলতে থাকে তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। শিশুর শ্বাসকষ্টের সমস্যা তীব্র হলে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে। চিকিৎসকদের মতে, এই আর এস ভাইরাস (RS virus) নতুন নয় আগে থেকেই ছিল তাই আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

–

–

–

–

–

–

–

–