প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে স্থগিত ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশনরাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ শুধুই প্লাবনের ছবি। প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গলের লিগ জয়ের সেলিব্রেশন।

সোমবারই চলতি মরশুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে লাল হলুদ মঙ্গলবার ক্লাব তাবুতে ছিল লিগ জয়ের সেলিব্রেশন। নিয়ম মাফিক পতাকা উত্তোলন হওয়ার কথা ছিল কিন্তু সোমবার রাত থেকে প্রবল বৃষ্টি হয় কলকাতায় এর ফলে কলকাতার একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। ভাসছে ময়দানের মাঠগুলিও ।এই পরিস্থিতিতে মঙ্গলবার ক্লাবের পতাকা উত্তোলন কর্মসূচি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন ইস্টবেঙ্গল কর্তারা।
নিয়ম মেনে কলকাতা লিগ জয়ের জন্য পতাকা উত্তোলন হবে ক্লাব তাবুতে। তবে সেই দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে,প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ ইস্টবেঙ্গল ক্লাবে নির্ধারিত যে অনুষ্ঠানটি ছিল, তা আপাততঃ স্থগিত করা হলো I পরিবেশ পরিস্থিতি অনুকূল হলে অনুষ্ঠানটি যেদিন করা হবে আপনাদেরকে সেটি জানানো হবে I
সোমবার প্রথমে ২০২৪-২৫ মরশুমের কলকাতা লিগ জয়ের জন্য ট্রফি তুলে দেওয়া হয় ইস্টবেঙ্গল ক্লাবের হাতে। ট্রফি তুলে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এরপর ইউনাইটেড স্পোর্টস কে হারিয়ে চলতি মরশুমের লিগের শিরোপা জেতে লাল হলুদ।

সর্ব ভারতীয় ক্ষেত্রে অনেকদিন ট্রফি নেই, সুপার কাপ শেষ জিতেছিল ইস্টবেঙ্গল। চলতি মরশুমে ডুরান্ড কাপেও সাফল্য আসেনি কিন্তু কলকাতা লিগের সাফল্যের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের।

এই নিয়ে কলকাতা ফুটবল লিগে ৪১ বারের চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব I

ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম লিগ জয় ১৯৪২ সালে I তার পরবর্তীতে ১৯৪৫, ১৯৪৬ , ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৬১, ১৯৬৬, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৭, ১৯৮২, ১৯৮৫, ১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৬, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০২৪ এবং ২০২৫ – সর্বমোট ৪১ বার চ্যাম্পিয়ন হলো ইস্টবেঙ্গল ক্লাব I এর সাথে পরপর ৮ বার (২০১০-২০১৭) লিগ জয়ের কৃতিত্ব ভারতীয় ফুটবলে একটি রেকর্ড I

২০২৫ সালের কলকাতা ফুটবল লিগের গ্রুপ লিগ পর্বে ইস্টবেঙ্গল ক্লাবের ১১ টি ম্যাচে ৭ টি জয়, ২ টি ড্র এবং ২ টি পরাজয় I গোল করে ৩০ টি, গোল খেতে হয় ১০ টি I মোট ২৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’ শীর্ষে থেকে সুপার সিক্সে প্রবেশ করে I এই পর্বে ভানলালপেকা গুইতে’র সর্বোচ্চ গোল – ৫ টি I

spot_img

Related articles

নিয়োগ সংক্রান্ত সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থর, জেলমুক্তি কবে জানালেন আইনজীবীরা

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Teachers Recruitment Case) অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই সংক্রান্ত অন্য...

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

অভিজিৎ ঘোষ দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে...

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাক, খেলতে পারবেন সূর্যকুমার যাদব?

এশিয়া কাপের ( Asia Cup) সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১১ রানে জিতে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।আগেই ফাইনালের স্থান...

বৃষ্টি মাথায় মণ্ডপ দর্শনে উৎসব প্রিয় বাঙালি 

পুজো চলবে, চলবে বৃষ্টিও। দ্বিতীয়টি কোনভাবেই প্রথমটিকে দমিয়ে রাখতে পারবে না। বৃহস্পতির বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় উৎসবমুখী কলকাতার আমেজে...