মাত্র দু’মাসের মধ্যেই রাজ্য সরকারের উদ্যোগ ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি নতুন নজির গড়ল। নবান্ন সূত্রে খবর, ২ অগাস্ট থেকে শুরু হওয়া এই প্রকল্পে ইতিমধ্যেই হয়েছে ২৬ হাজারেরও বেশি শিবির। সেখানে হাজির হয়েছেন প্রায় ২ কোটি ৪ লক্ষ ৭৬ হাজার মানুষ।

নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলার কথা থাকলেও প্রশাসনিক মহলের ইঙ্গিত, মানুষের সাড়া দেখে সময়সীমা ও শিবিরের সংখ্যা আরও বাড়ানো হতে পারে। প্রকল্পের মূল লক্ষ্য, বুথস্তরে গিয়ে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শোনা ও দ্রুত সমাধান করা। প্রতিটি বুথের ছোটখাটো সমস্যার জন্য বরাদ্দ থাকছে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। এর ফলে স্থানীয় স্তরেই সেতু সংস্কার, রাস্তা মেরামত, টিউবওয়েল বসানো কিংবা নতুন রাস্তা তৈরির মতো কাজ দ্রুত শুরু হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই রাজ্যের মোট ৮০ হাজার বুথের এক-চতুর্থাংশে শিবির সম্পন্ন হয়েছে। যেসব সমস্যার খরচ নির্ধারিত সীমার মধ্যে, সেখানে জেলা প্রশাসনের মাধ্যমে টাকা পাঠানোও শুরু হয়েছে। সরকারি হিসেবে, গোটা কর্মসূচির জন্য বরাদ্দ প্রায় ৮ হাজার কোটি টাকা।

সরকারি আধিকারিকদের মতে, ১০ লক্ষ টাকায় বড় প্রকল্প সম্ভব না হলেও স্থানীয় মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে এটি যথেষ্ট কার্যকর হচ্ছে। প্রতিটি শিবিরে সরকারি আধিকারিকরা উপস্থিত থেকে অভিযোগ শুনে শংসাপত্র দিচ্ছেন, যা প্রকল্পে সরকারি স্বীকৃতি হিসেবে ধরা হচ্ছে। এই কর্মসূচিতে প্রশাসনের পাশাপাশি শাসক দলও সক্রিয়। পঞ্চায়েত ও পুরসভা স্তরে তৃণমূলের আধিপত্য থাকায়, শিবিরে মানুষের ভিড় টানতে সুবিধা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, বিধানসভা ভোটের আগে সরকারের বার্তা স্পষ্ট—শুধু সমস্যা শোনাই নয়, সরাসরি সমাধানও করছে প্রশাসন।

আরও পড়ুন- বৃষ্টিজনিত দুর্যোগে বাতিল কলকাতার উদ্বোধন, ভার্চুয়ালি জেলায় পুজোর সূচনা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_
_