দুর্গাপুজোর আগে হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টি। জলমগ্ন গোটা কলকাতা। বিশেষ করে যারা বেসমেন্টে গাড়ি রাখেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গাড়ি, বাইক। জলের তলায় ডুবে গিয়েছে সবকিছুই। একই সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী দোলন রায়। ভাবতেই পারেন নি একরাতের মধ্যে এভাবে সব নষ্ট হয়ে যেতে পারে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন দোলন। ভিডিওতে দেখা যাচ্ছে জলমগ্ন বেসমেন্টের মধ্যে ডুবে রয়েছে একাধিক গাড়ি। নীল রঙের গাড়িটি অভিনেত্রীর। ভিডিওতেই তিনি বলেন অনেক ক্ষতি হয়ে গেল। অনেক দামি দামি জিনিস ছিল। দীপঙ্কর দে’র গলাও শুনতে পাওয়া যায়। পরে প্রশ্ন করতে দোলন জানান প্রায় গোটা সংসার থাকে তাঁর গাড়িতে। এখন মন খারাপ ছাড়া অন্য কিছু করার নেই। ভাবতেই পারছেন না কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন।

দোলন বলেন, ‘’পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করছে ওরা। কিন্তু মনে হয় না লাভ হবে। গাড়িতে বেশ কিছু কাগজপত্র রয়েছে। শাড়িও রয়েছে, শ্যুটিং করার সময় আমি সেগুলো ব্যবহার করি। এছাড়াও পুজোয় দেবো বলে কিছু উপহারও গাড়ির মধ্যে আছে। এক রাতে এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি।’’ অভিজাত আবাসনের মধ্যেই এভাবে ক্ষতির মুখোমুখি হয়ে রীতিমত বিভ্রান্ত অভিনেত্রী ও তাঁর পরিবার। পাশে থাকার বার্তা দিয়েছেন সহকর্মীরা।

আরও পড়ুন- নোনাডাঙায় জমি বরাদ্দ হিডকোর, ই-অকশন ১৬ অক্টোবর

_

_

_

_

_

_
_