অনুষ্ঠিত হল পাবলিক সেক্টরে কর্মরত মহিলাদের সংগঠন ফোরাম অব উইমেন ইন পাবলিক সেক্টর (উইপস)-এর ইস্টার্ন রিজিয়ন চ্যাপ্টারের আঞ্চলিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক ছিল NEEPCO। অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাংবাদিক প্যাট্রিসিয়া মুখিম “Make Moves, Not Excuses!” শীর্ষক আলোচনায় উপস্থিতদের নতুন দিশা দেখান। NEEPCO-র ডিরেক্টর (পার্সোনেল) ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাজেশ কুমার ঝা ক্ষমতার কাঠামোর ভেতর চলার কৌশল ও সিদ্ধান্ত প্রভাবিত করার প্রক্রিয়া নিয়ে মত প্রকাশ করেন। অন্যদিকে, আইডব্লিউটিও ইউনিটের কর্নেল মেঘা অস্তাগিকার তাঁর বক্তব্যে প্রচলিত লিঙ্গভূমিকার গণ্ডি ভেঙে এগোনোর আহ্বান জানান।

সভাপতিত্ব করেন উইপস ইস্টার্ন রিজিয়নের প্রেসিডেন্ট স্বাগতা সেন রায়। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নেহা দুগার, সেক্রেটারি রঞ্জনা চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি এলবিন ডি. ডোল-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য। পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যদের উত্সাহী অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ পায়। সমাপ্তি লগ্নে সর্বসম্মতিক্রমে বলা হয়, নারীর ক্ষমতায়ন ও পাবলিক সেক্টরে নেতৃত্ব গড়ে তুলতে উইপসের ভূমিকা অগ্রগণ্য।

আরও পড়ুন- রাতভর বৃষ্টিতে জলজটে স্তব্ধ কলকাতা, বিপর্যস্ত রেল–বিমান-মেট্রো পরিষেবা

_

_

_

_

_

_

_
_