আজ তৃতীয়া। ভরা দুর্যোগের মাঝেও সমস্তরকম প্রতিকূলতা কাটিয়ে উৎসবের আমেজ বজায় রেখেছে এবারের দুর্গোৎসব। দেবীপক্ষের তৃতীয় দিনে পুজো পুজো আমেজ। রাজ্য জুড়ে রোদ বা বৃষ্টির ‘খেলা’র মাঝেই আকাশে পেঁজা তুলোর মেঘেদের দেখা পাওয়া যাচ্ছে। তবে গতকালের দুর্যোগের পরেই আজ বাঙালির মুখে কিন্তু চওড়া হাসি। এই উপলক্ষ্যে তৃতীয়ার নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কথা ও সুরে একটি গান পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, “সেই মানুষই আসল মানুষ,
যার জীবন সবার তরে।
সেই মানুষই নিজের মানুষ,
যারা সমাজ তৈরি করে।”

আরও পড়ুন: শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রতি শ্রদ্ধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের

সকলকে জানাই তৃতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

“সেই মানুষই আসল মানুষ,
যার জীবন সবার তরে।
সেই মানুষই নিজের মানুষ,
যারা সমাজ তৈরি করে।”সকলকে জানাই তৃতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/VR61O1KroP
— Mamata Banerjee (@MamataOfficial) September 24, 2025
–

–

–

–

–
