বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী: আর্থিক সাহায্য ঘোষণা, চাকরি-ক্ষতিপূরণ দাবি CESC-র কাছে

Date:

Share post:

রেকর্ড বৃষ্টির জেরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, পুজো উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। এদিন ফের সিইএসসি-র কাছে ক্ষতিপূরণ ও চাকরিক দাবি জানান মমতা। একই সঙ্গে CESC চাকরি না দিলে পরিবারের একজনকে স্পেশাল হোমর্গাডের চাকরির আশ্বাস দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

অস্বাভাবিক রেকর্ডভাঙা বৃষ্টিতে মঙ্গলবার বিপর্যস্ত কলকাতা (Kolkata)। সোমবার রাতভর রেকর্ড বৃষ্টিতে মহানগর-সহ আশপাশের এলাকা জলমগ্ন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও ডুবে মোট ১০ জনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে কড়া নজরদারি ও দ্রুত পদক্ষেপের নির্দেশ জেন তিনি। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আর্থিক সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে নিহতদের পরিবারের একজনকে জন্য কর্মসংস্থানের আশ্বাসও দেন মমতা।

মঙ্গলবার কলকাতায় কোনও পুজো উদ্বোধনন করেননি মুখ্যমন্ত্রী। যেসব জায়গায় দুর্যোগ ছিল না সেখানে ভার্চুয়াল পুজো উদ্বোধন করেন। বুধবার সকালে এক মৃতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন মমতা। এর পরে দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে তিনি ঘোষণা করেন, “মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।” পাশাপাশি এদিন ফের সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়া উচিৎ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আমরা ২ লক্ষ টাকা করে দিচ্ছি। আমরা দায়িত্ব অস্বীকার করতে পারি না।  তাছাড়াও CESC কে বলেছি, পাঁচ লক্ষ টাকা করে দিতে, কারণ ওরাও দায়িত্ব অস্বীকার করতে পারে না।”

ওই বিপুল জমা জল একদিনের মধ্যে সরিয়ে ফেলেছে কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসন। বেশিরভাগ জায়গা থেকেজল নেমে গিয়েছে। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “পরিস্থিতি অনেকটাই আয়ত্তে এসেছে। অধিকাংশ এলাকার জল নেমে গিয়েছে। নীচু এলাকার কোথাও কোথাও এখনও জল রয়েছে। তা দ্রুত মিটে যাবে।”
আরও খবর: শারদ তৃতীয়ায় জীবন ও সমাজের বার্তা: গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এদিন ফের এই দুর্যোগ পরবর্তী পরিস্থিতির জন্য কেন্দ্রকে নিশানা করেন মমতা। বলেন, “ডিভিসি, মাইথন, ফরাক্কা ব্য়ারাজের জল ছেড়ে দেয়। এদিকে গঙ্গায় জোয়ার। তবে পুরসভা খুব ভালো কাজ করেছেন।” এদিন, মোট ৪০ টি পুজোর উদ্বোধন করবেন মমতা।

spot_img

Related articles

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...

লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

প্রথমবার নিজেদের দাবির জন্য রাজধানী লেহ শহর কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল লাদাখের যুব সমাজ। আর তাতেই চলেছে গুলি। মৃত্যু...

অনাচার-কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন লড়াই: বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স (X)...