কেন্দ্রের নীতির জন্য অনিশ্চিত এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ

Date:

Share post:

কেন্দ্রের কড়া নীতির জন্য এশিয়ান গেমসে (Asian Games) অংশগ্রহণ অনিশ্চিত ভারতীয় ফুটবল দলের (Indian Football Team)। আগামী বছর জাপানে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে।কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে,  পদক জয়ের সম্ভাবনা রয়েছে এমন প্রতিযোগী বা দল পাঠানো হবে। বিগত কয়েকটি টুর্নামেন্টে ভারতীয় পুরুষ ও মহিলা ফুটবল দলের পারফরম্যান্স মোটেই ভালো নয়। ফলে আসন্ন এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর ক্ষেত্রে আগ্রহী নয় ক্রীড়ামন্ত্রক।

এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যেই এক নির্দেশিকা জারি করেছে ক্রীড়ামন্ত্রক। দলগত ইভেন্টগুলির ক্ষেত্রে এশিয়ান ক্রমতালিকায় প্রথম আটটি দলের মধ্যে থাকতে হবে। সেখানে স্পষ্ট বলা—ফুটবল, হকি বা রিলে-ডাবলসের মতো দলগত খেলায় কেবল সেই দলই যাবে, যারা গত এক বছরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা আটে শেষ করেছে, অথবা বর্তমানে এশিয়ার টপ-৮–এ রয়েছে।

ক্রীড়া মন্ত্রকের নয়া নীতির ৪.১.৩ নম্বর অংশে উল্লেখ করা হয়েছে, দলগত ইভেন্টগুলিতে এশিয়ার মধ্যে র‍্যাঙ্কিংয়ে প্রথম আট দলের মধ্যে থাকতে হবে। ঘটনাচক্রে পুরুষ বা মহিলা, দুই দলই ক্রমতালিকায় প্রথম আটের মধ্যে নেই। ভারতীয় পুরুষদের দল এই মুহূর্তে এশিয়ার মধ্যে ২৪ নম্বরে। মহিলা দলের এশিয়ান র‍্যাঙ্কিং ১২।

ফলে ক্রীড়ামন্ত্রকের নতুন নীতি অনুযায়ী দু’দলেরই ছাড়পত্র পাওয়া কঠিন। তবে ভারতীয়  মহিলা ফুটবল দলের কাছে একটি সুযোগ থাকছে। আগামী বছর মেয়েদের অনূর্ধ্ব-২৩ এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করবেন সঙ্গীতা-রিম্পারা। সেই টুর্নামেন্টে কোয়ার্টার-ফাইনালে পৌঁছলে এশিয়ান গেমসে ছাড়পত্র পেতে পারেন তাঁরা।

আরও পড়ুন :এশিয়া কাপের ফাইনালে ভারত, ব্যাটিং নিয়ে পরীক্ষা অব্যাহত গম্ভীরের

সঙ্গত, ২০১৮ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলকে অনুমতি দেওয়া হয়নি একই কারণে। ২০২৩ হাংঝৌ গেমসেও শুরুতে বাদ পড়েছিল দল। শেষ মুহূর্তে নিয়ম শিথিল করে নামতে দেওয়া হয়।

spot_img

Related articles

শতাধিক সফল পাইলটের জীবন নিয়ে বিদায় মিগ-২১, এবার স্থান যাদুঘরে

ভারতের বিমান বাহিনীর ইতিহাসে স্বর্ণাভ অধ্যায় আনার কথা ছিল যুদ্ধ বিমান মিগ-২১ (MiG 21) এর। বহু ভারতীয় পাইলট...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধের নির্দেশ হাই কোর্টের, উদ্বেগ-শঙ্কার আছে বলেই রায়: মন্তব্য শিক্ষামন্ত্রীর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সমস্ত হস্টেল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। শুক্রবার কড়া নির্দেশ দিল কলকাতা হাই...

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল...

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে...