প্রিন্স আনোয়ার শাহ রোডের হোটেলে আগুন, ঘটনাস্থলে চারটি ইঞ্জিন

Date:

Share post:

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। খাস কলকাতার (Kolkata) প্রিন্স আনোয়ার শাহ (Prince Anwar Shah Road) রোডের এক নামী হোটেলে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি।

চতুর্থীর দিন দুপুর ১টা নাগাদ আনোয়ার শাহ রোডের বহুতলের চারতলায় আগুন লাগে। ক্ষতিগ্রস্ত হয়েছে রুফটপে অস্থায়ী নির্মাণ। নবীনা সিনেমার (Nabina Cinema Hall) পাশে এই গেস্টহাউসে ভয়াবহ আগুনের ফলে ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা রেস্তরাঁ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে দমকল। আপাতত ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন রয়েছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। ভিতরে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এসি থেকে আগুন লেগেছে। এই বহুতলে কয়েকটি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আরও পড়ুন: মালবোঝাই লরির সামনাসামনি সংঘর্ষ আগুন! পুড়ে মৃত্যু চালকের

প্রসঙ্গত, গেস্ট হাউসের চারতলায় এই আগুন লেগেছে তাই ল্যাডার আনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। চতুর্থীর দিন হঠাৎ এই অগ্নিকাণ্ডের জেরে আপাতত গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। পুলিশের তরফে এই মুহূর্তে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। দমকলের তরফে খবর, প্রায় ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোথাও পকেট ফায়ার আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ওই বহুতলের আশপাশেই আরও অনেক বাড়ি আছে তাই এই আগুন লাগার ঘটনায় লাগোয়া বাড়িগুলির বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়।

spot_img

Related articles

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...

এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের

ট্রাম্প-মোদির বন্ধুত্বের সম্পর্ক (Trump-Modi relationship) কিছুতে ঠিক হচ্ছে। ট্রাম্পের শুল্কবাণে অতিষ্ট ভারত। তাও প্রকাশ্যে কিছু বলে উঠতে পারছে।...

চতুর্থীতে কলকাতা পুলিশের হাত ধরে পুজো পরিক্রমা প্রবীণ-বিশেষভাবে সক্ষমদের

দুর্গাপুজোর (Durga Puja) মরসুম মানেই শহরজুড়ে ভিড়, শব্দ, আলোর ঝলকানি। তবে এই উৎসবের জোয়ারে যাঁরা পা মেলাতে পারেন...