শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও গুণগত মানে সেরা ‘সানরাইজ’ (Sunrise) মশলা এ বছরের দুর্গাপুজোয় প্রকাশ করল এক ব্যতিক্রমী প্রযুক্তিনির্ভর উদ্যোগ ‘সানরাইজ মা-এর সাথে সেলফি’।
দুর্গাপুজো (Durga Pujo) মানেই ঘোরাঘুরি, মণ্ডপে মণ্ডপে ঠেলাঠেলি করে প্রতিমা দেখা, সেলফি তোলার চেষ্টা করেন অনেকেই। কিন্তু বিশেষ করে প্রবীণ নাগরিক, শারীরিকভাবে অক্ষম মানুষ বা যাঁরা শহরের বাইরে থাকেন, তাঁদের কাছে প্রতিমার সামনে সেলফি তোলার স্বপ্ন প্রায় অধরা থাকে। সেই বাস্তবতাকেই বদলে দিতে, সানরাইজ মশলা SunriseThePuja.App-এর সহযোগিতায় চালু করেছে একটি ইন্টারেক্টিভ ডিজিটাল প্ল্যাটফর্ম। যা অ্যাক্সেস করা যাবে একটি নির্দিষ্ট QR কোড স্ক্যানের মাধ্যমে। এই প্ল্যাটফর্মে দর্শনার্থীরা পেয়ে যাবেন কলকাতার ৫০টিরও বেশি জনপ্রিয় দুর্গাপুজোর মণ্ডপের ৩৬০ ডিগ্রি ইমার্সিভ ভিউ। যেখানে তাঁরা নিজেদের ছবি বসিয়ে নিতে পারবেন ভার্চুয়ালি প্রতিমার সামনে— অনায়াসেই তৈরি করতে পারবেন একটি নিখুঁত ভার্চুয়াল সেলফি।এই সেলফি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে @SunrisePure-কে ট্যাগ করলেই সুযোগ থাকছে আকর্ষণীয় পুরস্কার জেতার। উৎসব চলাকালীন অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে দেওয়া হবে বিশেষ উপহার। আরও পড়ুন: প্যান্ডেল হপারদের জন্য অতিরিক্ত মেট্রো: জেনে নিন কোথায় কখন

বৃহস্পতিবার কলকাতায় এই অভিনব উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করেন সানরাইজের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও বিশিষ্ট অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। অ্যাপটির ডেমো প্রদর্শন করে তিনি বলেন- “দুর্গাপুজো মানেই আবেগ, সংযোগ আর আনন্দ। সানরাইজের এই উদ্যোগ উৎসবের অংশ হতে দিচ্ছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভিড় কমে এবং সবার অভিজ্ঞতা আরও সুন্দর হয়।” উৎসবের আবেগে প্রযুক্তির ছোঁয়া এনে, এবার সত্যিই “সবার জন্য পুজো” বাস্তবে রূপ নিচ্ছে।

–

–

–

–

–

–

–
