আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হল রাজ্যের আটটি তৃণমূল সাংগঠনিক জেলার কমিটি। মাদার কমিটির পাশাপাশি মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হল। আগেই সাংগঠনিক জেলাগুলির সভাপতি থেকে সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা হয়েছিল। বৃহস্পতিবার ঘোষণা করা হল চার শাখা সংগঠনের ব্লক ও টাউন স্তরের সভাপতিদের নাম।

বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের দলীয় সংগঠন মজবুত করার কাজে জোর দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে শাখা সংগঠনগুলির নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দেন। সেই মতো ইতিমধ্যেই সাংগঠনিক জেলাগুলির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছিল। এরপরই ছিল ব্লক ও টাউন স্তরের নেতৃত্বের নাম ঘোষণা।

যে আটটি সাংগঠনিক জেলার নেতৃত্বের নাম ঘোষণা হয় সেগুলি হল – দমদম ব্যারাকপুর, বারাসত, বনগাঁ, পশ্চিম বর্ধমান, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও পুরুলিয়া। এই সাংগঠনিক জেলার যেখানে ব্লক সেখানে মাদার, মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ও কোনও কোনও ক্ষেত্রে সহসভাপতির নাম ঘোষণা করা হয়। একইভাবে যেখানে টাউন কমিটি রয়েছে সেখানে একই শাখা সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জিএসটি সংস্কারে বাংলার অবদান: সাধারণ মানুষের স্বার্থে

দুর্গোৎসবের আগেই কমিটি ঘোষণা করে দিয়ে পুজোর মধ্যেই জনসংযোগের প্রস্তুতি সেরে ফেলল রাজ্যের শাসক দল। এদিন ঘোষণা হওয়া সংগঠনগুলির মধ্যে একমাত্র ডেবরা ব্লকের সভাপতির নাম ঘোষিত হয়নি। তবে এই আট সাংগঠনিক জেলার সহ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা করা হয় এদিন।

spot_img

Related articles

নিয়োগ সংক্রান্ত সব মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থর, জেলমুক্তি কবে জানালেন আইনজীবীরা

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Teachers Recruitment Case) অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এই সংক্রান্ত অন্য...

তৃণমূল কেন বারবার ক্ষমতায়? আপনাদেরই লোকজন কী বলছেন? শুনুন কমরেড

অভিজিৎ ঘোষ দুটি ঘটনা। বাংলার মানুষ কেন মাথায় করে রেখেছেন মা-মাটি-মানুষের সরকারকে (TMC Govt), তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে...

পুরুলিয়ায় একই পরিবারের চারজনের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য!

দেবীপক্ষে শোকের ছায়া পুরুলিয়ার বান্দোয়ানে (Bandoyan, Purulia)। মা ও তিন নাবালিকা কন্যা-সহ একই পরিবারের চারজনের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য...

শক্তি বাড়িয়ে সাগরে নতুন নিম্নচাপ, ফের দুর্যোগের তাণ্ডব বাংলায়!

মহালয়ার পর থেকে তৃতীয়ার রাত পর্যন্ত বৃষ্টিহীন দেবীপক্ষ পায়নি দক্ষিণবঙ্গ। চতুর্থীর সকালে আরও বড় অশনি সংকেত। ঠিক যখন...