Monday, January 12, 2026

আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

Date:

Share post:

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশ অনুসারে ঘোষিত হল রাজ্যের আটটি তৃণমূল সাংগঠনিক জেলার কমিটি। মাদার কমিটির পাশাপাশি মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হল। আগেই সাংগঠনিক জেলাগুলির সভাপতি থেকে সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা হয়েছিল। বৃহস্পতিবার ঘোষণা করা হল চার শাখা সংগঠনের ব্লক ও টাউন স্তরের সভাপতিদের নাম।

বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের দলীয় সংগঠন মজবুত করার কাজে জোর দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে শাখা সংগঠনগুলির নেতৃত্ব নির্বাচনের নির্দেশ দেন। সেই মতো ইতিমধ্যেই সাংগঠনিক জেলাগুলির শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছিল। এরপরই ছিল ব্লক ও টাউন স্তরের নেতৃত্বের নাম ঘোষণা।

যে আটটি সাংগঠনিক জেলার নেতৃত্বের নাম ঘোষণা হয় সেগুলি হল – দমদম ব্যারাকপুর, বারাসত, বনগাঁ, পশ্চিম বর্ধমান, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর ও পুরুলিয়া। এই সাংগঠনিক জেলার যেখানে ব্লক সেখানে মাদার, মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ও কোনও কোনও ক্ষেত্রে সহসভাপতির নাম ঘোষণা করা হয়। একইভাবে যেখানে টাউন কমিটি রয়েছে সেখানে একই শাখা সংগঠনের সভাপতিদের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জিএসটি সংস্কারে বাংলার অবদান: সাধারণ মানুষের স্বার্থে

দুর্গোৎসবের আগেই কমিটি ঘোষণা করে দিয়ে পুজোর মধ্যেই জনসংযোগের প্রস্তুতি সেরে ফেলল রাজ্যের শাসক দল। এদিন ঘোষণা হওয়া সংগঠনগুলির মধ্যে একমাত্র ডেবরা ব্লকের সভাপতির নাম ঘোষিত হয়নি। তবে এই আট সাংগঠনিক জেলার সহ সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামও ঘোষণা করা হয় এদিন।

spot_img

Related articles

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...

Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি! ‘ডিজিটাল যোদ্ধা’ কনক্লেভে বিস্ফোরক অভিষেক

“সেদিন কোনও Raid করতে নয়, তথ্য চুরি করতে এসেছিল ইডি“। সোমবার, মিলনমেলায় 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা' কনক্লেভে বিস্ফোরক...

’থিম কান্ট্রি’ আর্জেন্টিনা, ২২ জানুয়ারি কলকাতা বইমেলার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এবারের বইমেলায় বিশেষ গুরুত্ব পাবে আর্জেন্টিনার (Argentina) খ্যাতনামা সাহিত্যিকদের কাজ ও তাঁদের কাব্যিক শক্তি। সোমবার, পাব্লিশার্স অ্যান্ড বুক...

পাকিস্তান থেকে ভুয়ো তথ্য! ইরানে সব ভারতীয় নিরাপদ, সাংবাদিক বৈঠকে দাবি ভারতের

ইরানে ভারতীয়দের গ্রেফতারি নিয়ে ভুয়ো তথ্য পেশ ঘিরে ফের একবার পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।...