স্বচ্ছতায় জোর ইউআইডিএআই-এর! বাতিল ১.৪ কোটি আধার 

Date:

Share post:

সারা দেশে মৃত ব্যক্তিদের নামের প্রায় ১.৪ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)। সংস্থার দাবি, এই উদ্যোগের উদ্দেশ্য হল সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা কেবল জীবিত ও যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো এবং মৃতদের নামে ভুয়ো দাবির সুযোগ পুরোপুরি বন্ধ করা।

ইউআইডিএআইয়ের সিইও ভুবনেশ কুমার জানান, “মৃত ব্যক্তিদের আধার নম্বর নিষ্ক্রিয় করা অত্যন্ত জরুরি। এতে কল্যাণ প্রকল্পের বিশ্বাসযোগ্যতা বজায় থাকবে, প্রতারণা ও পরিচয় জালিয়াতির ঝুঁকি কমবে। একইসঙ্গে সরকারি অর্থ অপচয় হওয়ার সম্ভাবনাও এড়ানো যাবে।”

বর্তমানে দেশের ৩৩০০–এরও বেশি সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে আধার। সংস্থার লক্ষ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে মৃত ব্যক্তিদের প্রায় ২ কোটি আধার নম্বর নিষ্ক্রিয় করা। তবে সমস্যার বড় কারণ হল মৃত্যুর নথিভুক্তিকরণে আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক নয়। অনেক ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটে আধার নম্বর উল্লেখই থাকে না, আবার কখনও ভুল বা অসম্পূর্ণভাবে লেখা হয়। এর পাশাপাশি বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রতিষ্ঠানে তথ্য ছড়িয়ে থাকায় যাচাই ও তথ্য মেলাতে সময় লাগছে।

সরকারও স্বীকার করেছে, অতীতে বহুবার মৃতদের নামেই সরকারি সুবিধা পৌঁছেছে। সেই কারণেই ইউআইডিএআই নাগরিকদের অনুরোধ জানিয়েছে, মৃত্যু হলে যেন তা এমআধার পোর্টালে রিপোর্ট করা হয়। ভুবনেশ কুমারের কথায়, “সঠিক ও আপডেটেড ডেটাবেস বজায় রাখা লক্ষ লক্ষ সুবিধাভোগীর স্বার্থরক্ষার জন্য অপরিহার্য। এটাই ভারতের ডিজিটাল পরিচয় ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”

আরও পড়ুন – আট তৃণমূল সাংগঠনিক জেলা: চার শাখা সংগঠনের ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ট্রেন থেকে সফল উৎক্ষেপণ, সেনার হাতে নতুন প্রজন্মের ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র 

দেশের প্রতিরক্ষা ক্ষমতা আরও শক্তিশালী হল। ভারতীয় সেনার ভাণ্ডারে যুক্ত হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র।...

ভোটার তালিকা নিয়ে জালিয়াতি রুখতে নতুন ব্যবস্থা, চালু হল আধার-ভিত্তিক ই-সাইন যাচাই 

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও ভুয়ো আবেদন ঘিরে দীর্ঘ বিতর্কের অবসান ঘটাতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন...

ফের চালু হচ্ছে ডাক বিভাগের এটিএম পরিষেবা 

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ফের চালু হতে চলেছে ডাক বিভাগের এটিএম পরিষেবা। যোগাযোগ মন্ত্রকের উদ্যোগে সর্বভারতীয় স্তরে...

বাংলার পুজোর অনুদানে ‘না’, অসমে সেই বিজেপিই টাকা হাতে পুজো প্যান্ডেলে!

রাজ্যের অর্থনীতির অন্যতম পরিচালক দুর্গোৎসব। বাংলার প্রশাসনিক ক্ষমতায় আসার পর থেকে এই সত্য উপলব্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...