আগে সোনার উত্তরপ্রদেশ-বিহার-অসম গড়ে দেখান: শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

ফের একবার রাজ্যে এসে  ‘সোনার বাংলা’ গড়ার ফাঁকা আওয়াজ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার কিছুক্ষণের মধ্যেই বিদ্যাসাগরের জন্মদিনে বিদ্যাসাগর কলেজে শ্রদ্ধা জানানোর পরে অমিত শাহকে (Amit Shah) তুলোধনা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, উনি সোনার বাংলা গড়ার কথা বলছেন ভালো। কিন্তু তার আগে বলুন, যে সব জায়গায় বিজেপি (BJP) ক্ষমতায় আছে, সেই সব রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, অসম সোনার হল না কেন? কেন সেখান ব্রিজ ভেঙে জায়, রাস্তা ধসে পড়ে? তীব্র কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। একই সঙ্গে তিনি ফের বাংলার বকেয়ার দাবি তোলেন। বলেন, সোনার বাংলা গড়ার আগে বাংলার বকেয়া যে ২ লাখ কোটি টাকা আটকে রেখেছেন তা কবে ছাড়বেন সেই জবাব দিন।

অমিত শাহের সোনার বাংলা গড়ার প্রসঙ্গে ফের রাজ্যের বকেয়া নিয়ে সরব হলেন অভিষেক। বলেন, ভালো কথা কিন্তু ওনাকে আগে জিজ্ঞেস করতে হবে, দু লাখ কোটি টাকা যে বাংলার টাকা আটকে রেখেছেন ওই টাকা কবে ছাড়বেন। কোন খাতে ওই টাকা আটকে রেখেছেন। যদি অমিত শাহ বলেন, আমি মিথ্যে কথা বলছি তাহলে তিনি বলুন তিনি কখন কোন চ্যানেলে বসতে চান, আমি ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যাব।

এর পরে বিজাপিশাসিত রাজ্যগুলি উদাহরণ তুলে তীব্র কটাক্ষ করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ”কিছুদিন আগে বিহারে রাস্তার ধসে গেল, কই সোনার বিহার তো বানাতে পারেনি! গুজরাট, মহারাষ্ট্রে প্রতিদিন ব্রিজ ভেঙে যাচ্ছে। সেখানে তো সোনার গুজরাট, সোনার মহারাষ্ট্র তৈরি হল না। বাংলা থেকে টাকা নিয়ে গিয়ে আপনারা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রে খরচ করছেন। কিন্তু সেই সব জায়গা তো সোনার উত্তরপ্রদেশ, সোনার বিহার, সোনার অসম হল না।”

লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিজেপি নেতৃত্বের দাবিকে নিশানা করেন অভিষেক বলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছেন, সেখানে আগে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে দেখান। সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় নেই। তাহলে, সেখানে মহিলাদের এই প্রকল্প শুরু করতে পারলেন না কেন- ধুয়ে দিলেন অভিষেক।

spot_img

Related articles

কলকাতা থেকে জেলায় পুজো দেখতে বেরিয়ে হয়রান! এক App-এই সমাধান রাজ্য পুলিশের

কখনও পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে খুঁজে না পাওয়া। আবার কখনও যানজটে আটকে যাওয়া। কলকাতা শহর থেকে জেলা শহরে...

খোলেনি দেশপ্রিয় পার্ক: চতুর্থীতেই শহর থেকে গ্রামে পুজো মণ্ডপে দর্শনার্থীর ঢল

সকাল হোক বা বিকেল, ট্রেন হোক বা বাস, শহর হোক বা গ্রাম। দুর্গাপুজোর চতুর্থীতেই বাঙালি প্রমাণ করে দিল...

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ...

এখনও মেলেনি দেহাংশ: রামপুরহাট ছাত্রী খুনে ৯ দিনে চার্জশিট পুলিশের

রামপুরহাটের স্কুল ছাত্রীর খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষক মনোজ পালকে গ্রেফতারের নয়দিনের মাথায় চার্জশিট পেশ করল রামপুরহাট থানার...