একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল সরিয়ে দিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসন। তাও সেই বিষয় নিয়ে রাজ্য প্রশাসন ও পুরসভাকে নিশানা করে বিরোধীরা। শুক্রবার, তাদের মোক্ষম জবাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “সব কিছুতেই রাজনীতি দেখলে বাংলার উইল পাওয়ারও দেখুন।“

সোমবার রাতের বৃষ্টিতে কলকাতা (Kolkata) জলমগ্ন হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় মহানগরের একাংশের যান চলাচল। বৃষ্টি আর জলজমা নিয়েও রাজনীতি করতে নেমে পড়ে বিরোধীরা। রাস্তায় নেমে সাধারণ মানুষকে সাহায্য নয়, শুধু ভাষণ নিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তেজক করার চেষ্টা। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আমাদের রাজ্যকে বকেয়া টাকা না দিয়ে সেই টাকা নিজেদের রাজ্যে কাজে লাগাচ্ছে। আমাদের এখানে ৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছিল। কিছু অসুবিধা হবেই। সব কিছুতেই রাজনীতি দেখলে বাংলার উইল পাওয়ারও দেখতে হবে। সামনের রাস্তায় কোমর সমান জল ছিল। ৪৮ ঘণ্টার মধ্যে আপনি ওই রাস্তা দিয়েই হেঁটে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন, বাসে এসেছেন। দুদিন আগে তো এখানে কোমর অব্দি জল ছিল তাহলে সেখানে আপনি পৌঁছতে পারলেন কীকরে! রাস্তাতে ৪৮ ঘণ্টার মধ্যেই জল নেমে গিয়েছে। কলকাতা শহর জলমগ্ন থাকলে অমিত শাহ এদিক-ওদিক ঘুরতে পারতেন?“

অভিষেকের কথায়, “এ বিষয়টা প্রমাণ করে সরকারের যদি কাজ করার মানসিকতা থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর আমাদের সরকার সেটা করে দেখিয়েছে। তোমরা যতই চাও আটকানোর চেষ্টা কর কিন্তু আমরা সব বিষয়ে কাজ করব এবং প্রত্যেকটা নির্বাচনই জিতে দেখাব।“

–

–

–

–

–
