পুজো শুরু হতে না হতেই বিষাদের ছায়া হুগলিতে (Hooghly)। ঠাকুর আনতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর আহত আরও ৩। পুলিশ সূত্রে জানা গেছে, চতুর্থীর রাতে ঠাকুর আনতে গিয়েছিলেন পোলবার শংকরবাটি বারোয়ারির সদস্যরা। ঠাকুর অন্য গাড়িতে তুলে ৬ জন সদস্য চারচাকা গাড়িতেই ফিরছিলেন। চন্দননগর রেল ওভারব্রিজ (Chandannagar Rail Overbridge) থেকে নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ইটের দেওয়ালে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে চন্দননগর মহকুমা হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পুলিশ বেশ কয়েকটি মদের বোতল মিলেছে। যার থেকে অনুমান করা হচ্ছে অতিরিক্ত নেশার কারণেই গাড়ির গতি অনিয়ন্ত্রিত হয়ে দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তে চন্দননগর হাসপাতালে দুজন এবং কলকাতার এসএসকেএম হাসপাতালে একজন চিকিৎসাধীন। মৃতরা হলেন ভাস্কর দেবধারা (২৯), প্রীতম চক্রবর্তী (৩০) ও স্বপন দে (৪০)। তাঁদের মধ্যে প্রথম জনের বাড়ি সুগন্ধা শংকরবাটিতে, বাকি দু’জন চন্দননগর কাঁটাপুকুর এলাকার বাসিন্দা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুজোর মুখে এমন ঘটনায় শোকের ছায়া মৃতদের পরিবারে।

–

–

–

–

–

–

–

–
–