হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। পুজোর আগে শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই ছাড়পত্র মিলেছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই এখানে বিনিয়োগ টানা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, শিল্প উন্নয়ন নিগম জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে। সেখানে একাধিক কোম্পানি ইউনিট খোলার আবেদন করতে পারবে। তবে কোনও সংস্থা চাইলে এককভাবেও ইউনিট স্থাপনের অনুমতি পেতে পারে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের শিল্পনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বিষয়টি তদারকি করছেন। রাজ্যের আধিকারিকরা মনে করছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই এখানে বিনিয়োগ টানা সম্ভব হবে। হিন্দুস্তান মোটরসের (Factory) মোট জমি ছিল ৩৯৫ একর। এর মধ্যে ৪০ একর ইতিমধ্যেই টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে দেওয়া হয়েছে মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরির জন্য। বাকি জমি এবার শিল্প উন্নয়ন নিগমের হাতে এল।

২০১৪-র ২৪ মে কাজ বন্ধের নোটিশ জারি করে হিন্দুস্তান মোটরস। এরপর ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী, রাজ্য জমি ফেরত নেয়। কোম্পানি প্রথমে ট্রাইব্যুনাল, পরে কলকাতা হাইকোর্ট এবং শেষমেশ সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সব আদালতেই রাজ্যের পক্ষেই রায় যায়। ফলে আইনি জট কাটিয়ে বিনিয়োগের পথ খুলে গেল।

প্রশাসনিক মহল মনে করছে, এই জমিতে শিল্প স্থাপনের ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এক কর্তার কথায়, “এখানে আগেই কারখানা ছিল। অ্যাম্বাসাডার তৈরির জন্য পরিচিত জায়গা। তাই বিনিয়োগকারীদের কাছে এলাকা নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না।“

–

–

–

–

–
