মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায় (North Carolina)। বোট থেকে একটি রেস্তরাঁ লক্ষ্য করে দুষ্কৃতীরা এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

একাধিক আন্তজার্তিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ‘আমেরিকান ফিশ কোম্পানি’তে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় আচমকাই গুলি চলতে থাকে। গুলি চালানোর আওয়াজ আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । আততায়ীদের গুলিতে অন্তত সাতজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থায় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার পরই সতর্কতা জারি করা হয়েছে। কোনও সন্দেহজনক বস্ত বা ব্যক্তিকে দেখলেই পুলিশ প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে।

এর আগে এমন ঘটনা বহুবার ঘটেছে। যার ফলে প্রাণ হারিয়েছেন অনেকে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভিড়ের মধ্যে ঢুকে আততায়ী গুলি চালাচ্ছেন। গত জুলাইয়ে এক চার্চে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের।

আরও পড়ুন :মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

তার কয়েকদিন আগে আগে মিনিয়াপোলিস শহরেরই অন্য একটি স্কুলের বাইরে গুলিতে এক জন নিহত ও ছয় জন আহত হন। আরও দু’টি আলাদা ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছিল দু’জনের। পরপর এই ধরনের হামলায় আমেরিকা জুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

–

–

–

–
–