জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি, এর ফলে খেলা হয় ৪৭ ওভারের। বৃষ্টি, মেঘলা আবহাওয়ার মধ্যে হরমনপ্রীতদের সমস্যায় ফেললেন শ্রীলঙ্কার স্পিনারেরা। প্রত্যাশা মতো খেলতে পারলেন না ভারতীয় মহিলা দলের ব্যাটারেরা।

হারলিন দেওল, জেমাইমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত বড় রান করতে ব্যর্থ হলেন। অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮।

আরও পড়ুন :শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ২১১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে কিন্তু ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

–

–

–

–

–