নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

Date:

Share post:

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই ইস্যুতে। মঙ্গলবারের বৈঠক ছিল এসিসির (ACC)। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকেও পাকিস্তানের মন্ত্রীকে তুলোধোনা করল বিসিসিআই (BCCI)।

এই বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল বা সদ‍্য প্রাক্তন কোষাধ্যক্ষ আশিস সেলারের বিসিসিআইয়ের প্রতিনিধিত্ব করেন। দুজনেই এসিসির বোর্ডে আছেন। বৈঠকে নাকভিকে কার্যত তুলোধনা করেন  রাজীব শুক্লা। তিনি জানিয়ে দেন নাকভি কোনওভাবেই এশিয়া কাপ ট্রফি ও জয়ী দলের পদক নিজের কাছে রাখতে পারেন না।

ভারতীয় বোর্ডের তরফে সাফ বলে দেওয়া হল, ট্রফি নকভির বাবার সম্পত্তি নয়। ওটা যথাযথ মর্যাদায় ভারতকে ফেরত দিতে হবে।   একটি ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে,

ইতিমধ্যে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এসিসির কাছে  লিখিত অভিযোগ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব দেওয়া হয়নি। বিসিসিআইয়ের দাবি, এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের পদক এসিসির প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হোক। বিসিসিআই সেখান থেকেই সেগুলি গ্রহণ করবে। কিন্তু কোনও ইতিবাচক জবাব না পেয়ে বৈঠকের মাঝপথে বেরিয়ে আসেন বিসিসিআইয়ের দুই প্রতিনিধি।

আরও পড়ুন:জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

সূত্রের তথ্য অনুসারে, নাকভির পাল্টা বক্তব্য ছিল ভারত লিখিতভাবে জানায়নি যে তাঁর হাত থেকে ট্রফি নেবে না। মঞ্চে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হওয়ায় নিজেকে কার্টুনের মতো লাগছিল। পরে ঠিক হয়, অন্য একটি বৈঠকে ট্রফি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত হবে।

spot_img

Related articles

পাক অধিকৃত কাশ্মীরে ফের সেনার গুলি! মৃত অন্তত ৮

বিক্ষোভরত নাগরিকদের উপর পাক সরকারের গুলি অব্যাহত। আন্দোলনের তৃতীয় দিনে অন্তত আটজনের মৃত্যু হল পাক অধিকৃত কাশ্মীরে (POK)।...

বিল গেটসের জামা চুরি করবেন অনির্বান-দেবরাজ! গানে গানে ‘খোঁচা’

আমেরিকায় যাবেন, আর মার্কিনিদের খোঁচা দেবেন না, এটা কী আর হয়? রাজনীতি থেকে সমাজ, কিছুই চোখ এড়ায় না...

নবমীর সকালে প্রয়াত বাম আমলের প্রাক্তন মন্ত্রী

উৎসবের মধ্যেই শোকের ছায়া বাম শিবিরে। প্রয়াত বর্ষীয়ান রাজনীতিক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বনমালী রায়। বুধবার সকালে ৮৫...

মহানবমীতে কালীঘাট মন্দিরে আরতি মুখ্যমন্ত্রীর: নিজে হাতেই বাজালেন কাঁসর

মহানবমীতে গোটা শহর যখন বৃষ্টি উপেক্ষা করে দুর্গোৎসবের আনন্দ নিতে ব্যস্ত, মুখ্যমন্ত্রী তখনই পৌঁছে গেলেন কালীঘাট মন্দিরে। রাজ্যের...