শ্রীরামপুরের (Srirampore) রাস্তায় দশমীর রাতে মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর। তিনি এতটাই মত্ত যে কর্তব্যরত অবস্থায় ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না, রাস্তায় টলে পড়ে যাচ্ছেন। ভিডিও ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হতে না হতেই দ্রুত পদক্ষেপ করল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionerate)। খবর পাওয়া মাত্রই ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দুর্গা প্রতিমা নিরঞ্জনের রাতে ভিড়ে ঠাসা শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন অভিযুক্ত ট্রাফিক পুলিশ। মদ খেয়ে তিনি এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে রাস্তায় ঠিক মত দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। বিষয়টি নজর এড়ায়নি পথচলতি সাধারণ মানুষের। অনেকে বাইক-গাড়ি থেকেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওতে দেখা গেছে, অভিযুক্তের সহকর্মীরা তাঁকে তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি ডিউটিরত অবস্থায় কেন নেশা করেছেন, তাও জানতে চান। কিন্তু কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। আশেপাশে থাকা উত্তেজিত জনতা ওই ট্রাফিক ইন্সপেক্টরকে মারধর করতে শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আপাতত সমস্ত ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। মারধরের ঘটনার তদন্তের পাশাপাশি কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

–

–

–

–

–

–

–

–