Tuesday, December 9, 2025

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ‘ট্রাইওন্ডা’, জানুন বিশ্বকাপের বলের খুঁটিনাটি

Date:

Share post:

২০২৬ ফুটবল বিশ্বকাপের যে এক বছরও বাকি নেই। ৮ মাস আগেই যেন বেজে গেছে বিশ্বকাপের দামামা। এবার প্রকাশ্যে এল বিশ্বকাপের বল।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ খেলা হবে ট্রাইওন্ডা বলে। বলটি বানিয়েছে অ্যাডিডাস। বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা।
এই নিয়ে টানা ১৫ বার ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক এই প্রতিষ্ঠান।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে, তাই বলটিতে এই তিন দেশের ঐক্য তুলে ধরা হয়েছে।
ট্রাইওন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে—‘ট্রাই’ ও ‘ওন্ডা’। ‘ট্রাই’ মানে তিন আর ওন্ডা মানে ঢেউ। বলে লাল, সবুজ ও নীল—এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছ।

এখানেই শেষ নয়,
বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের জন্য তারকা, কানাডার জন্য ম্যাপল পাতা এবং মেক্সিকোর জন্য ইগল।
এবারের বলে সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি । বলের ভেতরে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড চিহ্নিত করা সম্ভব হবে। হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

বল প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফুটবলাররা, যাদের মধ্যে ছিলেন জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আপনাদের সামনে ট্রাইওন্ডা উপস্থাপন করতে পেরে আমি খুশি ও গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আরেকটি আইকনিক বল তৈরি করেছে, যার নকশায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তোলা হয়েছে।

_

_

_

_

spot_img

Related articles

কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই: কোচবিহার থেকে দলের কর্মীরদের বার্তা দলনেত্রীর

ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়ায় সমস্যায় পড়া মানুষদের সাহায্যের জন্য দলের নেতৃত্বদের একসঙ্গে কাজ করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

অচলাবস্থার জেরে শাস্তির মুখে ইন্ডিগো, কেড়ে নেওয়া হতে পারে শতাধিক বিমান!

একটা গোটা সপ্তাহ জুড়ে একের পর এক উড়ান বাতিলের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি আর লোকসানের পর অবশেষে ইন্ডিগো...

গীতাপাঠের মাঠে ‘বাংলাদেশী’ বলে বাঙালিকে মার! গো-বলয়ের রাজনীতিতে সরব তৃণমূল

গোবলয় থেকে সাধু সন্তদের এনে মঞ্চ ভরালো বিজেপি। নাম হল গীতাপাঠ। মাঠ ভরালো রাম-হনুমানের ধ্বজা। এহেন বহিরাগত সংস্কৃতির...

টি২০ সিরিজ শুরুর আগেই জগন্নাথ ধামে গম্ভীর, সঙ্গে ছিলেন কারা?

বরাবরই তিনি  ভক্তিবাদী, ঈশ্বরের প্রতি অগাধ আস্থা। কলকাতায় এলেই যান কালীঘাট মন্দিরে। গুয়াহাটি গেলে কামাখ্যা দর্শন করেন। এবার...