Monday, December 8, 2025

ফুচকায় টুকলি! অভিষেককে নকল করতে গিয়ে ‘নাস্তানাবুদ’ শুভেন্দু, খোঁচা তৃণমূলের

Date:

Share post:

মহাষ্টমীতে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আমবাঙালির মতোই ফুচকার লাইনে দাঁড়ান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কন্যা আজানিয়াকে নিয়ে শালপাতার বাটিতে খান ফুচকা। সেই ছবি বিপুল ভাইরাল হতেই তাঁকে নকল করতে আসরে নামেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু একেবারেই অভ্যস্ত না হওয়ায় ফুচকায় কামড় বসান পেয়ারা খাওয়ার মতো। তাঁর এই টুকলি নিয়ে তীব্র খোঁচা দিয়েছে রাজ্যের শাসকদল।

দুর্গাপুজোর অষ্টমীর দিন পুজো মণ্ডপে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে মেয়েকে নিয়ে ফুচকার লাইনে দাঁড়ান অভিষেক। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে খান ফুচকা।

এদিকে অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ হলেন বিধানসভার বিরোধী দলনেতা। দ্বাদশীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে গিয়ে কর্মীদের সঙ্গে ফুচকা খেতে দাঁড়ান শুভেন্দু (Shubhendu Adhikari)। কিন্তু এ বিষয়টিতে তিনি যে একেবারেই অভ্যস্ত নন, নিতান্ত অভিষেক করেছেন বলেই তাঁকে করতে হবে- তা তাঁর ফুচকা খাওয়া দেখেই বোঝা গিয়েছে। প্রথমেই তো ফুচকা নিয়ে এদিক-ওদিক তাকান। সংবাদমাধ্যমে লাইভ হচ্ছে কি না তার খোঁজ নেন। তারপর ফুচকাতে কামড় বসান পেয়ারা বা আলুর চপে কামড় বসানোর মতো।

শুভেন্দুর ফুচকা খাওয়া দেখে প্রবল খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ময়ূরের “পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।”

বিশেষজ্ঞ মহলের মতে, ফিশ ফ্রাই, ঝাল মুড়ির পরে, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে ফুচকা।

spot_img

Related articles

গোয়ায় নাইট ক্লাব বিস্ফোরণে প্রাণ গেল বাগডোগরার যুবকের! তদন্তের দাবি পরিবারের

গোয়ায় নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। রবিবার গভীর রাতে ঘটে যাওয়া...

ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা-প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি

তৃণমুলের বাতিল ছাঁট যুগলকে নিচ্ছে না বিজেপি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুনজরে পড়ায় ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার...

‘রুশা’ প্রকল্পের টাকা নিয়ে সুকান্তর মিথ্যাচার: ‘ভিত্তিহীন’ বলে ওড়ালেন ব্রাত্য

রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান বা 'রুশা' খাতে কেন্দ্র টাকা দিলেও রাজ্যের গাফিলতিতে নাকি এই টাকা ব্যবহার করা যাচ্ছে...

মন্দিরেই সফরের সূচনা, মদনমোহন দর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহারে দু’দিনের সফরে এসে প্রথম দিনেই মদনমোহন ঠাকুরের দর্শনে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এই মন্দিরের...