ফুচকায় টুকলি! অভিষেককে নকল করতে গিয়ে ‘নাস্তানাবুদ’ শুভেন্দু, খোঁচা তৃণমূলের

Date:

Share post:

মহাষ্টমীতে মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়ে আমবাঙালির মতোই ফুচকার লাইনে দাঁড়ান তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কন্যা আজানিয়াকে নিয়ে শালপাতার বাটিতে খান ফুচকা। সেই ছবি বিপুল ভাইরাল হতেই তাঁকে নকল করতে আসরে নামেন বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। কিন্তু একেবারেই অভ্যস্ত না হওয়ায় ফুচকায় কামড় বসান পেয়ারা খাওয়ার মতো। তাঁর এই টুকলি নিয়ে তীব্র খোঁচা দিয়েছে রাজ্যের শাসকদল।

দুর্গাপুজোর অষ্টমীর দিন পুজো মণ্ডপে গিয়ে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলার পরে মেয়েকে নিয়ে ফুচকার লাইনে দাঁড়ান অভিষেক। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে খান ফুচকা।

এদিকে অভিষেককে নকল করতে গিয়ে নাস্তানাবুদ হলেন বিধানসভার বিরোধী দলনেতা। দ্বাদশীতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর বিসর্জনে গিয়ে কর্মীদের সঙ্গে ফুচকা খেতে দাঁড়ান শুভেন্দু (Shubhendu Adhikari)। কিন্তু এ বিষয়টিতে তিনি যে একেবারেই অভ্যস্ত নন, নিতান্ত অভিষেক করেছেন বলেই তাঁকে করতে হবে- তা তাঁর ফুচকা খাওয়া দেখেই বোঝা গিয়েছে। প্রথমেই তো ফুচকা নিয়ে এদিক-ওদিক তাকান। সংবাদমাধ্যমে লাইভ হচ্ছে কি না তার খোঁজ নেন। তারপর ফুচকাতে কামড় বসান পেয়ারা বা আলুর চপে কামড় বসানোর মতো।

শুভেন্দুর ফুচকা খাওয়া দেখে প্রবল খোঁচা দেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ময়ূরের “পালক গায়ে লাগালেই কাক ময়ূর হয়ে যায় না। দিনের শেষে কাক কাকই থাকে।”

বিশেষজ্ঞ মহলের মতে, ফিশ ফ্রাই, ঝাল মুড়ির পরে, রাজ্য রাজনীতিতে ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে ফুচকা।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...