শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprasad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত পুজোর ছবি মানেই যে সুপারহিটের হ্যাটট্রিক, রক্তবীজ, বহুরূপী (Bahurupi), আর রক্তবীজ টু (Raktabeej 2)পরপর তিন বছরে তা প্রমাণ করেছে। এবার প্রকাশিত হল প্রথম সপ্তাহের বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান। রিপোর্ট বলছে আবির-মিমি-অঙ্কুশ-কৌশানি অভিনীত ছবির সাফল্য প্রায় পাঁচ কোটি ছুঁইছুঁই। চওড়া হাসি শিবু- নন্দিতার মুখে।

টিজার, ট্রেলার, গান প্রকাশ্যে আসার পর থেকেই ‘রক্তবীজ টু’ (Raktabeej 2) ঘিরে উন্মাদনার পারদ ছিল উর্ধ্বমুখী। ছবি মুক্তি পেতেই ঝোড়ো ব্যাটিং করেছে এই সিনেমা। ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসের অফিসিয়াল স্যোশাল মিডিয়া পেজে প্রকাশিত ছবির প্রথম সপ্তাহে ব্যবসার হিসেব বলছে, ছবি মুক্তির প্রথম সপ্তাহে বৃহস্পতিবার ২৫ লক্ষ, শুক্রবার ৩২ লক্ষ, শনিবার ৫৭ লক্ষ, রবিবার ৬৬ লক্ষ, সোমবার ৭৫ লক্ষ, মঙ্গলবার ৮৫ লক্ষ, বুধবার ৬১ লক্ষ ও বৃহস্পতিবার ৫৪ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন দিয়েছে এই ছবি। অর্থাৎ ব্যবসার নিরিখে এই ছবির সাফল্য প্রায় ৪.৫৫ কোটি টাকা। যেভাবে এই ছবি এগিয়ে চলেছে তাতে বাংলা সিনেমার ইতিহাসে যে উইন্ডোজ প্রযোজিত ছবি আরও একটা নতুন মাইলফলক তৈরি করতে চলেছে তা আর বলার অপেক্ষায় রাখেনা। আর হবে নাই বা কেন। পরিচালকদ্বয়ের মুন্সিয়ানা, মৌলিক গল্পে সমৃদ্ধ চিত্রনাট্যের সফল রূপায়ণ, অসাধারণ অভিনয়, দুরন্ত ক্লাইম্যাক্স আর গুরুত্বপূর্ণ মেসেজ এই ছবির ইউএসপি। সিনেমা দেখার পর দর্শকরা সকলেই বলেছেন এই ছবি আগামী সিক্যুয়েলের আকাঙ্ক্ষা বাড়িয়ে দিল। সিনে সাফল্যে উচ্ছ্বসিত কলাকুশলীরাও।

–

–

–

–

–

–

–

–