আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীর মা তারার (Maa Tara)আবির্ভাব তিথি উদযাপন বীরভূমের তারাপীঠে (Tarapith)। প্রত্যেক বছরের মত এবারও ভোর থেকে শুরু হয়েছে মাতৃ বন্দনা ও বিশেষ পূজা পাঠ। মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিগ্রহ বার করে এনে জীবিত কুণ্ডের জল দিয়ে স্নান করানো হয় এরপর পশ্চিম দিকে মুখ করে বসানো হয় মায়ের বিগ্রহ। অগণিত ভক্ত সমাগমে উৎসবের মেজাজ আজ তারাপীঠ মন্দির (Tarapith temple) চত্বরে।

সকালে মঙ্গলারতির পর তারামাকে দেওয়া হয়েছে শীতল ভোগ। দুপুরে বিশেষ নৈবেদ্য নিবেদনের ব্যবস্থা থাকছে। এদিন ঝাড়খণ্ড সীমানার কাছে মুলুটিতে যে মন্দির রয়েছে, সেই অভিমুখে বসানো হয় তারার মূর্তি। লৌকিক বিশ্বাস তারা এবং মুলুটির মন্দিরের দেবী সম্পর্কে দুই বোন। তাই এদিন দুজনকে একসঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়া হয়। সন্ধ্যায় আরতির পর বিগ্রহকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে মূল মন্দিরে। সেখানে অভিষেকের পর শুরু অন্য ভোগ রান্না শুরু হবে যা দেবীকে রাতে নিবেদন করা হবে। সেই বিশেষ ভোগে থাকছে খিচুড়ি, পোলাও, পাঁঠার মাংস, মিষ্টি, পায়েস ও দই। সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন তারাপীঠ মন্দিরে।

–

–

–

–

–

–

–

–