পড়াশুনা করতে রাশিয়ায় (Russia) গিয়ে জেলে যেতে চাননি ভারতীয় যুবক(Indian youth)। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর (Ukraine Militant) হাতে বন্দি ভারতীয় মাজোতি সাহিল মহম্মদ হুসেন । ৩ দিন রাশিয়ার হয়ে যুদ্ধ করেছিলেন ২২ বছর বয়সী সাহিল। যদিও এখনও ভারতীয় কিয়েভের (Kiev) ভারতীয় দূতাবাস এই তথ্য স্বীকার করলেও। ইউক্রেনের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

সাহিল বন্দি হওয়ার পর, ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে সাহিল জানিয়েছেন, গুজরাটের মোররীর বাসিন্দা তিনি। লেখাপড়া করার জন্য রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাহিল। সেখানে রাশিয়ান পুলিশ তাঁকে মাদক মামলায় গ্রেফতার করে। কিন্তু জেল যাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নিজের কমান্ডারের সঙ্গে মত বিরোধ চরমে পৌঁছলে আত্মসমর্পণ করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে সাহিল অভিযোগ তোলেন, মাত্র ১৬ দিন ট্রেনিং দিয়েই তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করেন সাহিল। তাঁর দাবি, যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাঁকে আর্থিক সাহায্য করার কথা জানানো হয়। কিন্তু তিনি তাও পাননি। সাহিল জানান, তিনি রাশিয়ার জেলে ফিরতে চান না। ইউক্রেনের জেলেই থাকতে চান।

প্রসঙ্গত, বারবার ইউক্রেনের দাবি করেছে রাশিয়া বিভিন্ন দেশ থেকে লোক এনে টাকার বিনিময়ে যুদ্ধ করাচ্ছে। গত মাসে বিদেশ মন্ত্রকের এক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে রুশ সেনায় কর্মরত ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়। যার মধ্যে ১২ জন নিহত ও ১৬ জন নিখোঁজ। ৯৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিজেপির ত্রিপুরায় ঢুকতে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে! বিমানবন্দরেই অবস্থানে নেতৃত্ব

–

–

–

–

–
