Thursday, December 11, 2025

জেল যাওয়ার ভয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ! ইউক্রেনে বন্দি ভারতীয় যুবক

Date:

Share post:

পড়াশুনা করতে রাশিয়ায় (Russia) গিয়ে জেলে যেতে চাননি ভারতীয় যুবক(Indian youth)। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর (Ukraine Militant) হাতে বন্দি ভারতীয় মাজোতি সাহিল মহম্মদ হুসেন । ৩ দিন রাশিয়ার হয়ে যুদ্ধ করেছিলেন ২২ বছর বয়সী সাহিল। যদিও এখনও ভারতীয় কিয়েভের (Kiev) ভারতীয় দূতাবাস এই তথ্য স্বীকার করলেও। ইউক্রেনের তরফে এই বিষয়ে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।

সাহিল বন্দি হওয়ার পর, ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে সাহিল জানিয়েছেন, গুজরাটের মোররীর বাসিন্দা তিনি। লেখাপড়া করার জন্য রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাহিল। সেখানে রাশিয়ান পুলিশ তাঁকে মাদক মামলায় গ্রেফতার করে। কিন্তু জেল যাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নিজের কমান্ডারের সঙ্গে মত বিরোধ চরমে পৌঁছলে আত্মসমর্পণ করেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে সাহিল অভিযোগ তোলেন, মাত্র ১৬ দিন ট্রেনিং দিয়েই তাঁকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। প্রায় ২-৩ কিলোমিটার দূরে ইউক্রেন সেনার মুখোমুখি অবস্থায় নিজের রাইফেল নামিয়ে রেখে আত্মসমর্পণ করেন সাহিল। তাঁর দাবি, যুদ্ধে যোগ দেওয়ার জন্য তাঁকে আর্থিক সাহায্য করার কথা জানানো হয়। কিন্তু তিনি তাও পাননি। সাহিল জানান, তিনি রাশিয়ার জেলে ফিরতে চান না। ইউক্রেনের জেলেই থাকতে চান।

প্রসঙ্গত, বারবার ইউক্রেনের দাবি করেছে রাশিয়া বিভিন্ন দেশ থেকে লোক এনে টাকার বিনিময়ে যুদ্ধ করাচ্ছে। গত মাসে বিদেশ মন্ত্রকের এক রিপোর্টে জানানো হয়েছে, বর্তমানে রুশ সেনায় কর্মরত ২৭ জন ভারতীয়ের মুক্তি ও প্রত্যার্পণের জন্য মস্কোকে জানানো হয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি ভারতীয়কে নিয়োগ করা হয়েছে রুশ সেনায়। যার মধ্যে ১২ জন নিহত ও ১৬ জন নিখোঁজ। ৯৬ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিজেপির ত্রিপুরায় ঢুকতে বাধা তৃণমূল প্রতিনিধিদলকে! বিমানবন্দরেই অবস্থানে নেতৃত্ব

spot_img

Related articles

প্রেমের সম্পর্ক থাকলেও যৌনতায় নাবালিকার সম্মতি গ্রাহ্য নয়, জানাল হাইকোর্ট

প্রেমের সম্পর্কে জড়ালেও নাবালিকার ‘সম্মতি’ আইনি স্বীকৃতি পেতে পারে না— এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানাল কলকাতা হাইকোর্ট। পকসো আইনের...

মোহনবাগানে ক্লাস শুরু লোবেরার, অনুশীলন থেকে বেরিয়ে গেলেন আপুইয়া

মোহনবাগানে কোচিং ইনিংস শুরু করলেন সার্জিও লোবেরা(Serjio Lobera)।  বৃহস্পতিবার থেকে মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নতুন কোচ। মঙ্গলবার গভীর...

সংসদে মাতঙ্গিনীর নাম বিকৃতি বিজেপির সাংসদের! বহিরাগতদের ধুইয়ে দিল তৃণমূল

বাংলা সম্পর্কে শুধুমাত্র অজ্ঞতা নয়। প্রবল বাংলা বিরোধিতা থেকেই বিজেপির নেতারা বাংলার মনীষীদেরও যে স্বীকৃতি দিতে চান না,...

রাজ্যের উন্নয়নকে গতি দিতে এক দিনে ২০ হাজার ৩০ কিমি রোড প্রজেক্টের উদ্বোধন মুখ্যমন্ত্রীর 

রাজ্যের সর্বত্র উন্নয়নের কাজ আরও এগিয়ে নিতে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে...