Wednesday, December 10, 2025

আরিয়ান বনাম ওয়াংখেড়ে যুদ্ধ অব্যাহত! রেড চিলিজ-নেটফ্লিক্সের বিরুদ্ধে জারি সমন

Date:

Share post:

এবার শাহরুখের সংস্থা রেড চিলিজ এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করল দিল্লি হাই কোর্ট। ‘ব্যাডস অফ বলিউড’ নিয়ে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে এবং শাহরুখ-পুত্র আরিখান খানের মধ্যে আরও খানিকটা তরজা বাড়ল। সমীরের দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ। ৩০ অক্টোবর এই মামলার অন্তর্বর্তী শুনানি গ্রহণ করা হবে।

অভিযোগ, নেটফ্লিক্স ওয়েব সিরিজ The Ba***ds of Bollywood-এ যা তুলে ধরা হয়েছে, সমীরের দাবি তাতে তাঁর সুনাম নষ্ট করেছে। তাঁর আবেদনে ওয়েব সিরিজটির সম্প্রচার বন্ধ করার জন্য স্থায়ী স্থগিতাদেশ চেয়েছেন। এছাড়াও ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিও করেছেন সমীর। এই টাকা তিনি ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে দান করবেন বলেও জানিয়েছেন।

The Ba***ds of Bollywood-এ কোথাও সমীর ওয়াংখেড়ের নাম উল্লেখ নেই। তবে এক NCB আধিকারিকের চরিত্র রয়েছে। নিন্দুকদের মতে, এই চরিত্রের সঙ্গে সমীরের চেহারায় মিল রয়েছে। কিন্তু মুখের সঙ্গে মিল থাকলেই যে সব প্রমাণ করা যায়, তা নয়। সমীরের আবেদনে আরও বলা হয়েছিল, ওই সিরিজে এমন একটি চরিত্র দেখানো হয়েছে, যে ‘সত্যমেব জয়তে’ বলার পরে মধ্যমা আঙুলটি দেখিয়েছে। ‘সত্যমেব জয়তে’ দেশের জাতীয় প্রতীকের অংশ। তাই এই দৃশ্যে ১৯৭১-এর জাতীয় সম্মানের প্রতি অবমাননা প্রতিরোধ আইন লঙ্ঘিত হয়েছে।

২০২১ সালে মাদককাণ্ডে আরিয়ানকে গ্রেফতার করেছিলেন তৎকালীন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। এরপর ২০২৩ সালে সিবিআই ওয়াংখেড়ের বিরুদ্ধেই মামলা দায়ের করে। অভিযোগ ওঠে, আরিয়ানকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য তিনি শাহরুখের থেকে ২৫ কোটি টাকা ঘুষ আদায়ের চেষ্টা করেছিলেন। সমীর এই অভিযোগ অস্বীকার করে এসেছেন এবং এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

 

spot_img

Related articles

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে...

দুর্গাপুজোর পর এবার দীপাবলি! এবার ইউনেসকোর হেরিটেজ তালিকায় আলোর উৎসব 

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা রাজ্য সরকারের প্রচেষ্টার ফল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের...

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা...