সদ্য কেটেছে পুজোর (Kolkata Durga Puja) রেশ। কিন্তু এখনও প্যান্ডেল ও হোর্ডিং এখনও সরানো হয়নি। তাই শহরে ডেঙ্গি (Dengue) ও ম্যালেরিয়ার (Malaria) বাড়বাড়ন্ত ঠেকাতে দুর্গাপুজোর সমস্ত প্যান্ডেল ও হোর্ডিং অবিলম্বে সরানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)।

বুধবার কলকাতা পুরসভায় এক সাংবাদিক বৈঠকে মেয়র জানান, পুজোর পরে মণ্ডপের চারপাশে জমে থাকা জল থেকেই মশার প্রজনন বাড়ে। এর ফলে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তাই দ্রুত প্যান্ডেল সরিয়ে নেওয়া জরুরি। তিনি আরও বলেন, অনেক পুজো কমিটি এখনও প্যান্ডেল ও হোর্ডিং খুলে ফেলেনি। অতি বৃষ্টির ফলে শহরের বহু জায়গায় এখনও জল জমে রয়েছে। এই অবস্থায় পুরসভার স্বাস্থ্য দফতরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, পুজো পরবর্তী এলাকায় মশা মারার স্প্রে ও অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থা যেন জোরকদমে চালানো হয়। আরও পড়ুনঃ উৎপাদনের আগে সব ওষুধের পরীক্ষা বাধ্যতামূলক, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ধাপা এলাকার বর্জ্য সংক্রান্ত বিষয়ে ফের কড়া বার্তা দিয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন, ধাপায় যেন কোনও অপ্রসেসড ময়লা জমা না থাকে। পুরসভা পরিকল্পনা নিয়েছে, আগামী তিন বছরের মধ্যে কলকাতা ও আশপাশের শহরগুলির সমস্ত বর্জ্য আধুনিক প্রসেসিংয়ের মাধ্যমে সার তৈরির কারখানায় পাঠানো হবে। এই উদ্যোগে কলকাতা ছাড়াও বিধাননগর, হাওড়া, দমদম ও পানিহাটির মতো পুরসভাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মেয়র।

–

–

–

–

–

–
