Wednesday, December 10, 2025

বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল গ্যালারি, মাঠে মসৃণ জয় ম্যাকলারেনদের

Date:

Share post:

আইএফএ শিল্ডের( IFA Shiled) গ্রুপ পর্যায় গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলে জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল থাকল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি। গ্যালারি উত্তপ্ত থাকলেও মাঠে মসৃণ জয় তুলে নিল হোসে মোলিনার দল। দুটি করে গোল করলেন ম্যাকলারেন এবং আলবার্তো, একটি গোল করেন রবসন।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এমবিএসজি ম্যানেজমেন্টের বিরুদ্ধে পোস্টার লাগালেন সমর্থকরা, আইএফএ শিল্ডে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম গোকুলাম কেরালার ম্যাচে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কার্যত ফাঁকা। হাতে গোনা কিছু সমর্থক হাজির ছিলেন প্রথমে। এরপর সময় যত এগিয়েছে ততই মাঠে দর্শকদের সংখ্যা বৃদ্ধি হয়েছে।

ম্যাচের দিন মাঠে উঠল “গো ব্যাক”(Go Back) থেকে “শেম”(Shame) স্লোগান। মোহনবাগান ম্যাচের বিক্ষোভে উত্তাল সবুজ-মেরুন জনতা। ছিঁড়ে দেওয়া হল তাদের প্রতিবাদী টিফো। পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়ালেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু তাদের প্রতিবাদ থামানো যায়নি এদিন। একদিকে ম্যাচ যেমন চলল, তেমনই গ্যালারী থেকে বারবার উঠল গো ব্যাক ম্যানেজমেন্ট স্লোগান।কিন্ত গ্যালারিতে চোখ না দিয়ে মাঠের খেলায় মন দিলেন ম্যাকলারেন-রবসনরা।

বুকে জাতীয় পতাকা নিয়ে এএফসির জার্সি পরে আইএফএ শিল্ডে খেলতে নামে মোহনবাগান। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন কিয়ান থেকে মনবীর, রবসন থেকে ম্যাকলারেনরা। এর ফলও মেলে হাতেনাতে। শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান।এরপর দূরপাল্লার শটে দুরন্ত গোল করলেন ম্যাকলারেন। গোকুলামের বিরুদ্ধে অনবদ্য গোল করেও সেলিব্রেশন করলেন না মোহনবাগানের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। অভিমান করেছেন জেমি?

দ্বিতীয়ার্ধের শুরুতেই আপুইয়ার আত্মঘাতী গোলে একটা গোল শোধ করে গোকুলাম। কিন্তু তাতেও মোহনবাগানের দাপট কমেনি। এরপর আরও তিন গোল করে সবুজ মেরুন। নিজেদের জোড়া  গোল করেন ম্যাকরালেন ও আলবার্তো। একটি করলেন রবসন।

অনেকদিন পর খেলতে নামল মোহনবাগান, জাতীয় দলের খেলায় থাকায় বেশ কয়েকজন ফুটবলার ছিলেন না । কিন্ত তাতেও ছন্দবদ্ধ ফুটবল উপহার দিল মোলিনার দল। আগুনে পরিস্থিতিতে এই জয় কিছুটা স্বস্তি দেবে কোচ থেকে ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন :পাঁচ কোটি টাকা চেয়ে রিঙ্কু সিংকে হুমকি ডি কোম্পানির, পুলিশের জালে ২

মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচ দেখতে হাজির ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু,মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচ দেখতে হাজির ইস্টবেঙ্গলের সহকারী কোচ আদ্রিয়ান মার্টিনেজ।

spot_img

Related articles

ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারধর! প্রতিবাদ পরমব্রতর

৭ ডিসেম্বর কলকাতা ময়দানে গীতাপাঠের দিন, দুই প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সরগরম সেলিব্রিটি মহলও।...

টলিউডের কলাকুশলীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত রাখতে শুরু ‘মনের বন্ধু ফেডারেশন’

কাজের চাপ বা বিভিন্নভাবে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গিয়েছে সম্প্রতি। আত্মহত্যার ঘটনাও ঘটেছে টলিউডে...

দুর্গাপুজোর পর এবার দীপাবলি! এবার ইউনেসকোর হেরিটেজ তালিকায় আলোর উৎসব 

দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে বড় ভূমিকা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটা রাজ্য সরকারের প্রচেষ্টার ফল। ২০২১ সালে পশ্চিমবঙ্গের...

উত্তরপত্রে ‘এন্ড অফ লাইন’ সই বাধ্যতামূলক! কড়া নিয়ম আনল উচ্চ মাধ্যমিক সংসদ

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়া নজরদারি। নির্বাচনী ডিউটির ধাঁচে নতুন নিয়ম চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা...