মহিলাদের একদিনের বিশ্বকাপে (Women’s World Cup) ম্যাচে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে হার ভারতের(India)। ৩ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা। বিশাখাপত্তনমের মাঠে হরমনপ্রীতদের বাস্তবের মাটিতে ফেলল দক্ষিণ আফ্রিকা।একটা হার অনেক প্রশ্ন তুলে দিল।
বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ের পরে শুরু হয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে একটা সময় ভারতীয় দলের স্কোর ছিল ১০২-৬ হয়ে গিয়েছিল! স্মৃতি মন্ধানা, জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত প্রত্যেকেই ব্যর্থ হন।স্নেহ রানার সঙ্গে জুটি বেঁধে রিচা শুধুমাত্র ভারতের সম্মানই বাঁচালেন না, বরং এমন একটা ইনিংস খেললেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রিচা ৭৭ বলে ৯৪ রান করলেন।আট বা তার নীচে নেমে এত রান মহিলা ক্রিকেটে কেউ করতে পারেনি।

রিচার ইনিংসে ভর করেই ভারত ২৫১ রান তোলে। কিন্তু ভারতকে জয় এনে দিতে পারেলন না বোলাররা। কার্যত একাই লড়ে গেলেন ডি ক্লের্ক। শেষ চার ওভারে কার্যত একার হাতে জয় এনে দিলেন প্রোটিয়াদের। তিনি মাত্র ৫৪ বলে ৮৪ রান করে এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল

এই হার অনেক প্রশ্ন তুলে দিল। টপ অর্ডার ব্যর্থ হলে বার বার নীচের সারির ব্যাটারেরা দলকে জেতাবেন না। প্রতি ম্যাচে বোলারদের দিয়েও ম্যাচ জেতা যাবে না। যত দিন না দলের দুই মহাতারকা স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌর দায়িত্ব নিয়ে রান করছেন, তত দিন সমস্যায় পড়বে দল।

আরও পড়ুন :অধিনায়ক গিলকে স্বাগত সৌরভের, রোহিতকে নিয়ে কী বললেন মহারাজ?

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের আগে ভুল শোধরাতে না পারলে সমস্যা আরও বাড়বে হরমনপ্রীতদের।

–

–

–

–


