উত্তরবঙ্গের কঠিন সময়ে মানবিক সিদ্ধান্ত নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে শুধু সহানুভূতির বার্তা নয়, নিজের সংস্থা ‘সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন’-এর (Sourav Ganguly Foundation) মাধ্যমে উত্তরবঙ্গে বিপুল ত্রাণ পাঠিয়েছেন মহারাজ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কলকাতায় একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ। কঠিন সময়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন মহারাজ। অনুষ্ঠান মঞ্চ থেকেই সৌরভ বলেন, “আমি অনুরোধ করব আপনারা কিছু খাদ্যসামগ্রী, ত্রাণ উত্তরবঙ্গে পাঠান। সেটা আপনাদের সামাজিক কর্তব্যের মধ্যেও পড়ে।’

অনুষ্ঠান শেষে উত্তরবঙ্গ প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, “উত্তরবঙ্গে যা ঘটছে তা সত্যিই হৃদয়বিদারক। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে, মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। উত্তরবঙ্গের মানুষ শক্ত মন নিয়ে এই দুর্দশা কাটিয়ে উঠবেন।”

আরও পড়ুন: রিচার রেকর্ডের দিনেই হার হজম, হরমনপ্রীতদের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন

একটানা অবিরাম বৃষ্টি। প্রকৃতির রোষে কার্যত তছনছ হয়েছে পাহাড়-ডুয়ার্স। বর্তমানে লণ্ডভণ্ড পরিস্থিতি উত্তরবঙ্গে। জলের তোড়ে ভেসে গিয়েছে বাড়ি, গাড়ি থেকে ব্রিজ সমস্ত কিছুই। সময়ে সময়ে বেড়েছে আহত ও নিহতের সংখ্যাও। গত কয়েকদিনে বিপর্যয়ের ছবি কিছুটা বদলেছে পাহাড়ি এলাকায়। বৃষ্টি কিছুটা থেমেছে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গ! পর্যটকরা ফিরছেন।

–

–

–

–

–


