যাব যাব করেও কিছুতেও যেন দক্ষিণবঙ্গের মায়া কাটিয়ে উঠতে পারছে না বর্ষা (Monsoon)। তাই বিদায় লগ্ন আসন্ন জেনেও নিজের অস্তিত্ব জানান দিতে পিছপা হচ্ছে না। শুক্রবার দুপুরে আচমকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে (Sudden Rain) অকাল সন্ধ্যা ঘনিয়ে আসে মহানগরীসহ পার্শ্ববর্তী অঞ্চলে। শনিতেও মৌসুমী বায়ুর প্রভাব অব্যাহত। দুপুরের পর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সতর্ক করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের (Weather office)পূর্বাভাস অনুযায়ী হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের আজ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বিকেলের পর কলকাতাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোনও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আগামী রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করছেন আবহবিদরা।

–

–

–

–

–

–

–

–