Monday, December 8, 2025

বিমা-ক্ষতিপূরণের টাকা দিতে কর্তাদের সঙ্গে বৈঠকে কৃষিমন্ত্রী

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরের কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াচ্ছে কৃষি দফতর। শস্য বিমা ও বিমার বাইরে থাকা (নদীর চড়ায় চাষ) কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাপ (অ্যাসেসমেন্ট) করতে ইতিমধ্যে দফতরের আধিকারিক-অফিসাররা মাঠে নেমে পড়েছেন।

শনিবার নবান্ন থেকে ৮টি জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে দু ঘণ্টারও বেশি সময় ধরে ভার্চুয়াল বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মানবিক মুখ্যমন্ত্রীর গাইডলাইন মেনে অফিসারদের তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক কৃষক যাতে বিমার টাকা পায় তা সুনিশ্চিত করতে হবে। তাদের কাছে পৌঁছে সব তথ্য সংগ্রহ করতে হবে। মন্ত্রী বলেন, এই প্রথম নদীর চড়ায় চাষ করা কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মানবিক মুখ্যমন্ত্রী কাউকে অসহায় অবস্থায় দেখতে চান না। তাই এই সিদ্ধান্ত। তিনি বলেন, অফিসাররা শুধু কৃষকদের কাছে যাবেন তাই নয়, তাঁরা যে গিয়েছেন সেই প্রমাণ স্বরূপ কৃষকদের সঙ্গে তাঁদের ছবি তুলে পাঠাতে হবে। দ্রুততার সঙ্গে কাজ সারতে বলা হয়েছে। উল্লেখ্য, উত্তরের ভয়াবহ দুর্যোগে প্রাণহানির সঙ্গে চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারও। ছিলেন দফতরের ডিরেক্টর প্রবীর হাজরা।

এছাড়াও ছিলেন, কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব ওঙ্কার সিং মীনা-সহ বরিষ্ঠ আধিকারিকগণ, ছিলেন কৃষি অধিকর্তা। ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তারাও।

আরও পড়ুন – জল জীবন মিশন নিয়ে বিজেপির মিথ্যাচার ফাঁস করল তৃণমূল! কেন্দ্রের খরচ বকেয়া অভিযোগ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...

জৌলুসহীন সুপার কাপের ফাইনাল, ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়েও দিশাহীন কল্যাণ

রবিবার গোয়াতে সুপার কাপের (Super Cup) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও এফসি গোয়া।  সুপার কাপ (Super Cup)...

ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের, সুপার কাপ চ্যাম্পিয়ন এফসি গোয়া

সুপার কাপে(Super Cup) চ্যাম্পিয়ন এফসি গোয়া(FC Goa)। ফাইনালে ইস্টবেঙ্গেলর (East bengal)  বিরুদ্ধে নাটকীয়ভাবে টাইব্রেকারে ৬-৫ ফলে জয়ী গোয়া।...