খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)। বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে( Uttar Pradesh’s Moradabad)।

উত্তর প্রদেশ ভেটারেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচটি চলছিল মোরাদাবাদ এবং সম্বলের মধ্যে। ম্যাচ জয়ের জন্য সম্বলকে শেষ ৪ বলে ১৪ রান করতে হত। শেষ ওভার বল করতে আসেন আহমের খান। বাঁ-হাতি পেস বোলার এই ওভারে মাত্র ১১ রান দেন। আর সেকারণেই মোরাদাবাদ শেষপর্যন্ত জয়লাভ করে।

কিন্তু জয়ের রেশ মিলিয়ে গেল কিছুক্ষণের মধ্যেই । শেষ ওভারের পরই মাটিতে লুটিয়ে পড়েন বোলার। ঘটনার পরেই বোলারের সামনে সতীর্থরা এগিয়ে আসেন মাঠেই উপস্থিত ছিলেন এক চিকিৎসক। পিচেই আমিরকে সিপিআর দেন তিনি। তখনও শ্বাস-প্রশ্বাস চলছিল আহমের । তাই হাল ছাড়েননি চিকিৎসক। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পরেই চিকিৎসকরা আহমেরকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:রিভিউ বিপক্ষ যেতে চটলেন বুমরাহ, ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষা অব্যাহত

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, বল করার সময়ই আহমের খুব জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি মাঠে লুটিয়ে পড়ার মাঠে উপস্থিত এক ডাক্তার দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন বলে জানা গিয়েছে। এমন মর্মান্তিক পরিণতিতে সকলেই অবাক। ভারতের সব প্রান্তেই খেপের টুর্নামেন্ট হয়। সেই প্রতিযোগিতায় থাকে না পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। ফলে মাঝেমধ্যেই অঘটন ঘটছে।

–

–

–

–
