Sunday, December 7, 2025

সিঙ্গুর মামলায় বড় আইনি জয় রাজ্যের, জমির মালিকানা ফিরল সরকারের হাতে

Date:

Share post:

সিঙ্গুরের জমি মালিকানা সংক্রান্ত মামলায় বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ রায়ে জানিয়েছেন, সিঙ্গুরের অব্যবহৃত জমি কোনও বাণিজ্যিক সংস্থার দখলে থাকতে পারবে না। এই জমির প্রকৃত মালিক রাজ্য সরকার, এবং জমি থাকবে তাদেরই হেফাজতে।

এর আগে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল যে সিঙ্গুরের অব্যবহৃত ২৮ বিঘা জমির মালিকানা শান্তি সেরামিকস প্রাইভেট লিমিটেডকে ফিরিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাজ্য সরকার। সোমবার দেশের শীর্ষ আদালতের বেঞ্চ সেই হাইকোর্টের রায় খারিজ করে রাজ্য সরকারের পক্ষে রায় দিয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালে সিঙ্গুর মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছিল— সিঙ্গুরের জমি ফেরত পেতে পারেন কেবল সেখানকার কৃষকরা, কোনও বাণিজ্যিক সংস্থা নয়। সোমবারের রায়ে সেই অবস্থানকেই পুনর্ব্যক্ত করে কলকাতা হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে।

এছাড়াও আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিন মাসের মধ্যে শান্তি সেরামিকস প্রাইভেট লিমিটেডকে তাদের সংস্থার সমস্ত যন্ত্রপাতি ও সামগ্রী সিঙ্গুরের জমি থেকে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে সংস্থাটি রাজ্য সরকারের কাছে ওই সামগ্রী নিলামের আবেদন জানাতে পারবে। সেই ক্ষেত্রে নিলামের খরচ বাদ দিয়ে বাকি অর্থ সংস্থাকে ফেরত দেবে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে আদালতের রায়ে। রাজ্যের আইন দফতর সূত্রে জানা গেছে, এই রায় সিঙ্গুর ইস্যুতে সরকারের দীর্ঘদিনের অবস্থানকেই পুনঃপ্রতিষ্ঠা করল। মুখ্যমন্ত্রীর কৃষকস্বার্থ রক্ষার প্রতিশ্রুতিও এই রায়ের মাধ্যমে আরও দৃঢ় হল বলে মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন- সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

স্মৃতির সঙ্গে বিয়ে ভাঙতেই আইনি নোটিসের হুঁশিয়ারি পলাশের! 

এক পক্ষকাল ধরে জল্পনা আলোচনা চলার পর অবশেষে পলাশ মুচ্ছল-স্মৃতি মান্ধানার বিয়ে ভাঙার খবরে সিলমোহর (Palash Muchhal Smriti...

বিয়ে বাতিলে কঠোর সিদ্ধান্তই নিলেন, পলাশের সঙ্গে সম্পর্কে ইতি স্মৃতির

পলাশ মুচ্ছলের সঙ্গে   বিয়ে বাতিল করে দিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল তাঁর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৭ ডিসেম্বর (রবিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

খিদিরপুর থেকে ম্যারাথন: দৌড়লেন মেয়র, পুলিশ কমিশনার

স্বাস্থ্যই সম্পদ, শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে, রবিবার সকালে ম্যারাথনে দৌড়ের মাঝেই জানিয়ে দিলেন কলকাতার মেয়র তথা...