মা দুর্গা কৈলাস ফেরার পর থেকেই আবহাওয়ার ছবিটা বদলাতে শুরু করেছে বঙ্গে। ব্যতিক্রমী ঘটনা হিসেবে পুজো (Durga Puja) পরবর্তী দুর্যোগ দেখা গেলেও আপাতত কালো মেঘের বিদায়ে সকালের আকাশে উজ্জ্বল রোদ। আর সন্ধ্যার পর থেকে ফাঁকা জায়গায় হালকা শিরশিরে অনুভূতি যা রাত গভীর হলে ক্রমশ হিমেল পরশের ছোঁয়া দিয়ে যাচ্ছে। ভোরের প্রকৃতিতেও বজায় থাকছে সেই স্পর্শ। তাহলে কি আসন্ন দীপাবলিতেই (Diwali) বঙ্গে শীতের (Winter Entry) আগমন? এখনো পর্যন্ত বর্ষা বিদায় নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করেনি আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে যেভাবে গত দুদিন বৃষ্টিহীন প্রকৃতি এবং তাপমাত্রার পারদ ও বাতাসের আর্দ্রতা নিম্নমুখী তাতে বোঝাই যাচ্ছে শীত আসতে আর বেশি সময় বাকি নেই।!

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ মনোরম আবহাওয়া থাকবে। উত্তরে সামান্য বৃষ্টি চলতে পারে তবে তাতে বড় দুর্যোগের আশঙ্কা নেই। উপকূলীয় এলাকায় বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায় নেওয়ার পালা। কালীপুজোর সময় উষ্ণতার পারদ খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা বিদায় নিতে না নিতেই শীত এন্ট্রি নিল কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও পূর্বাভাস দিতে পারেনি হাওয়া অফিস।

–

–

–

–

–

–

–

–
–